নোবেলকে তালাক দিলেন স্ত্রী | সারা সপ্তাহের খবর

নোবেলকে তালাক দিলেন স্ত্রী –এর খবর দিয়ে শুরু করছি অভিনয় গুরুকুলের নিউজ আপডেট । আমরা  সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো  সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

সারা সপ্তাহের খবর

নোবেলকে তালাক দিলেন স্ত্রী

 

নোবেলকে তালাক দিলেন স্ত্রী | সারা সপ্তাহের খবর

 

মাদক না ছাড়ায় ‘সারেগামাপা’খ্যাত সমালোচিত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে তালাক দিলেন স্ত্রী সালসাবিল মাহমুদ। ০৪ মে বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন তিনি। অবশ্য গেল বছরই নোবেলের নানা বিতর্কিত কাণ্ডে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন সালসাবিল। তবে সেসময় দুই পরিবারের কারণে বিচ্ছেদের বিষয়টি ‘থমকে’ ছিল। অবশেষে থমকে থাকা সেই সিদ্ধান্তই এবার চূড়ান্ত করলেন সালসাবিল মাহমুদ।

 

নোবেলকে তালাক দিলেন স্ত্রী | সারা সপ্তাহের খবর

 

ঘোড়ায় চড়তে গিয়ে প্রাণ হারালেন মিস ইউনিভার্স প্রতিযোগী

মাত্র ২৩ বছর বয়সেই প্রাণ হারালেন মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেয়া অস্ট্রেলিয়ার মডেল সিয়েনা ওয়ার। ঘোড়ায় চড়তে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। নিউ ইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে বলেছে, ঘোড়ায় চড়া এই মডেলের একটি শখ ছিল। কয়েক সপ্তাহ আগে সিডনির উইন্ডসর পোলো গ্রাউন্ডসে শখের সূত্রেই ঘোড়ায় চড়েছিলেন তিনি। এ সময় ঘোড়া থেকে উল্টে পড়ে চাপা পড়ে মারাত্মক আহত হন সিয়েনা। সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হলেও একপর্যায়ে কোমায় চলে যান তিনি।

 

সন্ন্যাস নিতে চান নওয়াজুদ্দিন

ক্যারিয়ারের শুরু থেকেই অভিনয় নিয়ে আলোচনায় ছিলেন তিনি। কিন্তু এক বছর ধরে আলোচনায় ব্যক্তিজীবন নিয়ে। পরিবার, ঘর-সংসার নিয়ে টালমাটাল অবস্থা এই অভিনেতার। স্ত্রীর একের পর এক অভিযোগ, তাঁর সংসার জীবনে অশান্তি এনে দিয়েছে। এই অশান্তি থেকে বাঁচতে শান্তির খোঁজে সন্ন্যাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 

 

google news , গুগল নিউজ
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

কান উৎসবে আনুশকা

চলতি বছর কান চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত হয়েছেন ভারতীয় অভিনেত্রী ও প্রযোজক আনুশকা শর্মা। উৎসবের ‘ওমেন ইন ফিল্ম’ বিভাগে আমন্ত্রণ পেয়েছেন তিনি। খবর বলিউড হাঙ্গামার। জানা গেছে, ‘ওমেন ইন ফিল্ম’ বিভাগে আনুশকার সঙ্গে আমন্ত্রণ পেয়েছেন অস্কারজয়ী ব্রিটিশ অভিনেত্রী কেট উইন্সলেট।

 

রবীন্দ্রসংগীত উৎসবে সম্মাননা পাচ্ছেন এনামুল কবীর ও লিলি ইসলাম

‘করিস নে লাজ, করিস নে ভয়,/ আপনাকে তুই করে নে জয়’ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনের জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব। বরাবরের মতো এবারও থাকছে গুণীজন সম্মাননা। এবারের উৎসবে দুই গুণীজনকে বিশেষ সম্মাননা দেবে বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা। এবার সম্মাননা পাচ্ছেন গিটারশিল্পী এনামুল কবীর ও রবীন্দ্রসংগীতশিল্পী লিলি ইসলাম।

নোবেলকে তালাক দিলেন স্ত্রী | সারা সপ্তাহের খবর

 

এ আর রহমানের বিরুদ্ধে সুর চুরির অভিযোগ

সময়টা ভালো যাচ্ছে না অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমানের। দিন কয়েক আগে পুণেতে মাঝপথে তাঁর কনসার্ট বন্ধ করে দেয় পুলিশ। এবার তাঁর বিরুদ্ধে সুর চুরির অভিযোগ আনলেন দিল্লির শিল্পী উস্তাদ ওয়াসিফুদ্দিন থাগর। ওয়াসিফুদ্দিনের দাবি, তাঁর বাবা-চাচার সুর নকল করেছেন এ আর রহমান।

 

আরও পড়ুনঃ

Leave a Comment