পরিচালনায় ডলি জহুর | সারা সপ্তাহের খবর 

পরিচালনায় ডলি জহুর এর খবর দিয়ে শুরু করছি অভিনয় গুরুকুলের নিউজ আপডেট । আমরা  সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো  সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

 

ডলি জহুর

পরিচালনায় ডলি জহুর | সারা সপ্তাহের খবর

 

পরিচালনায় ডলি জহুর

নাটক ও চলচ্চিত্রের অভিনয়শিল্পী হিসেবে দেখেছেন, এবার হাজির হচ্ছেন নতুন পরিচয়ে পরিচালক হিসেবে। সম্প্রতি তিনি একটি টেলিছবির শুটিং শেষ করেছেন। টেলিছবিটির নাম ‘দাঁড়কাক’পরিচালনা প্রসঙ্গে এই অভিনয়শিল্পী বললেন, ‘আমার পরিচালনার কখনোই কোনো শখ ছিল না। ‘দাঁড়কাক’–এর গল্পটা পাওয়ার পর মনে হলো এটার ডিরেকশন দেওয়া যায়।

বিয়ের পিঁড়িতে বসছেন পরিণীতি

নায়িকা পরিণীতি চোপড়া এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার সঙ্গে সাত পাঁকে বাঁধা পড়তে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়ার চাচাতো বোন। আর এ ব্যাপারে নিশ্চিত করেছেন পরিণীতির এক ঘনিষ্ঠ বন্ধু।

বিয়েতে আগ্রহ নেই বসকো উংয়ের

হংকংয়ের জনপ্রিয় অভিনেতা বসকো উংয়ের বিয়ে নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। তবে এ অভিনেতা বলছেন, তাঁর বিয়ে করার কোনো ইচ্ছা নেই, একাই থাকতে চান তিনি। ৪২ বছর বয়সী এ অভিনেতা জানান, একক অভিভাবকের (মা) কাছে বেড়ে উঠেছেন তিনি। বিয়ে করে সংসার করার মতো আগ্রহ তাঁর নেই।

 

google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

পাকিস্তান ছেড়ে ভারতের নাগরিকত্ব নিলেন আদনান সামি

পাকিস্তানের নাগরিকত্ব ছেড়ে ২০১৬ সালে ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন বলিউডের জনপ্রিয় গায়ক আদনান সামি। এরপর ৬ বছর কেটে গেলেও বিষয়টি নিয়ে বহুবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে তাঁকে, তবে বিষয়টি নিয়ে খুব একটা কথা বলেননি তিনি।

তিনি কেন ভারতের নাগরিকত্ব নিয়েছেন, সে বিষয়ে মুখ খুলেছেন সামি। সম্প্রতি ইউটিউব প্ল্যাটফর্ম হিউমানস অব বোম্বকে সামি জানান, তিনি ভারতকে ভালোবাসেন, এটিই তাঁর বাড়ি, এ বিষয়টি অনেকে মেনে নিতে পারছেন না। সামির ভাষ্যে, ‘আমি এখানে যতটা ভালোবাসা ও প্রশংসা পেয়েছি, একজন শিল্পী হিসেবে তা আমাকে অভিহিত করেছে।’

৭০ কোটি ভিউয়ের রেকর্ড করেছে এই দক্ষিণি ছবি

‘জায়া জানাকি নায়িকা’ ২০১৭ সালে মুক্তি পাওয়া তেলেগু ছবি। খুব একটা ব্যাবসা সফল ছবি নয়, কিন্তু সাড়া ফেলেছে হিন্দিতে ডাব করবার পরে। ইউটিউবে মুক্তি দেয়া হয় এই ছবি হিন্দি ডাব এ, মুক্তির পর এ পর্যন্ত ছবিটির হিন্দি সংস্করণের ভিউ ৭০ কোটি!

পাঠান ও টাইগার একসাথে 

যশ রাজ ফিল্মস আগেই ঘোষণা করেছে, ‘টাইগার’, ‘ওয়ার’-এর পর শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ও তাদের স্পাই ইউনিভার্সের অংশ। ‘পাঠান’-এ যেমন ‘টাইগার’রূপী সালমান খানকে দেখা গেছে, সেভাবেই সামনে সালমানে ‘টাইগার ৩’-তে শাহরুখকেও দেখা যাবে।

ধর্মীয় অনুভূতিতে আঘাতের কারণে অভিনেত্রীর বিরুদ্ধে মামলা

ধর্মীয় অনুভূতিতে আঘাত ও অশ্লীলতা ছড়ানোর অভিযোগে মামলা হলো বলিউড অভিনেত্রী তাপসী পান্নুর নামে। ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের অন্যতম জনবহুল এবং বৃহত্তম শহর ইন্দোরের হিন্দু রক্ষক সংগঠনের আহ্বায়ক ও বিজেপি বিধায়ক মালিনী গৌড়ের ছেলে একলব্য সিং গৌড় এই অভিযোগ করেছেন তাপসীর নামে। একলব্য নিজের অভিযোগে জানিয়েছেন, ইনস্টাগ্রামে অভিনেত্রী একটি ছবি দেন, যেখানে বড় গলার পোশাক পরেছিলেন তাপসী। আর গলায় ছিল দেবী লক্ষ্মীর চিত্রিত একটি নেকলেস। 

 

পরিচালনায় ডলি জহুর | সারা সপ্তাহের খবর

 

৩৮০ শব্দের জন্য ১৬০ কোটি টাকা

কিয়ানু রিভসে ক্যারিয়ার নতুন উচ্চতায় পৌঁছে গেছে ‘জন উইক’ সিনেমা সিরিজ। ছবিটি হলিউডের অ্যাকশন সিনেমার ইতিহাস বদলে দিয়েছে।   ‘জন উইক ৪’-এ মাত্র ৩৮০ শব্দ বলেছেন কিয়ানু রিভস। ছবিটির জন্য ১ কোটি ৫০ লাখ ডলার পারিশ্রমিক পেয়েছেন তিনি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬০ কোটি টাকা।

 

ডলি জহুর

 

আরও দেখুনঃ

Leave a Comment