পুরস্কার পেল পাতালঘর ও সাঁতাও খবর দিয়ে শুরু করছি অভিনয় গুরুকুলের নিউজ আপডেট । আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।
আজকের আলোচনার বিযয় : পুরস্কার পেল ‘পাতালঘর’ ও ‘সাঁতাও’, মারা গেছেন গবলিন, গান সরিয়ে নিয়েছে স্পটিফাই, মাহির গ্রেপ্তার প্রসঙ্গে ইলিয়াস কাঞ্চন, ২৬ লাখ টাকায় অস্কার, মারা গেছেন খালেকুজ্জামান , শুভশ্রীর ছেলে অংশ নেবে ‘ডান্স বাংলা ডান্স’ এ, ঈদে মুক্তি পাচ্ছে জিতের ‘চেঙ্গিজ’, চলবে ২ ভাষায়
পুরস্কার পেল পাতালঘর ও সাঁতাও
পুরস্কার পেল ‘পাতালঘর’ ও ‘সাঁতাও’
নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ফিচার সিনেমা হিসেবে ‘দন কিহোতে পুরস্কার’ পেয়েছে ‘পাতালঘর; সেরা আন্তর্জাতিক ফিচার সিনেমা হিসেবে ‘গৌতম বুদ্ধ পুরস্কার’ পেয়েছে সাঁতাও। গত সোমবার রাতে উৎসবের সমাপনী দিনে নেপালের কাঠমান্ডুতে পুরস্কার ঘোষণা করেছে উৎসব কর্তৃপক্ষ। ১৬ মার্চ থেকে শুরু হওয়া এ উৎসবে ৩৫টি দেশের ৯৫টি সিনেমা প্রদর্শিত হয়েছে
মারা গেছেন গবলিন
চলে গেছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা পল গ্র্যান্ট। ১৬ মার্চ লন্ডনের এক রেলস্টেশনে অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েছিলেন তিনি। এরপর তাঁর নিথর দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা জানান, অভিনেতার ‘ব্রেন ডেথ’ হয়েছে অর্থাৎ তাঁর মস্তিষ্ক কাজ করছে না। এরপর তাঁকে রাখা হয় লাইফ সাপোর্টে।
গান সরিয়ে নিয়েছে স্পটিফাই
মিউজিক অ্যাপ স্পটিফাই থেকে ‘হাওয়া’ হয়ে গেছে বলিউডের অনেক গান। এই গানগুলোর মধ্যে রয়েছে ‘কালা চশমা’, ‘মালহারি’, ‘বারবার দেখো’র মতো জনপ্রিয় গান। ভারতীয় স্পটিফাই ব্যবহারকারীরা গানগুলো না পেয়ে ক্ষোভ প্রকাশ করছেন। জানা গেছে, স্পটিফাই কর্তৃপক্ষই গানগুলো সরিয়ে নিয়েছে তাদের প্ল্যাটফর্ম থেকে। প্রতিটি প্ল্যাটফর্মেরই গানের স্বত্বাধিকার নির্দিষ্ট সময়ের জন্য নিয়ে থাকে। নির্ধারিত সময় শেষ হওয়ার পর ওই প্ল্যাটফর্মের কাছে গানের স্বত্বাধিকার আর থাকে না। তেমনই স্পটিফাইয়ের সঙ্গে গানগুলোর স্বত্বাধিকারের মেয়াদ শেষ হওয়ায় গানগুলো আর পাওয়া যাচ্ছে না স্পটিফাইয়ে।

মাহির গ্রেপ্তার প্রসঙ্গে ইলিয়াস কাঞ্চন
চলচ্চিত্র অভিনয়শিল্পী ইলিয়াস কাঞ্চন জানান, মাহিয়া মাহিকে এভাবে গ্রেপ্তারের মধ্য দিয়ে ওই পুলিশ কর্মকর্তা তাঁর ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার করেছেন। তা না হলে, এভাবে এয়ারপোর্ট থেকে একজন অভিনয়শিল্পীকে, একজন অন্তঃসত্ত্বা নারীকে তুলে নিয়ে যাওয়ার কথা নয়।
২৬ লাখ টাকায় অস্কার
ভারতকে অস্কার এনে দিয়েছে ‘নাটু নাটু’। ‘আরআরআর’ সিনেমার এই গান জিতেছে সেরা মৌলিক গানের পুরস্কার। এস এস রাজামৌলির এই সিনেমা শুধু বক্স অফিস নয়, কাঁপিয়েছে বিভিন্ন উৎসবও। অস্কারের আগে ‘নাটু নাটু’ ঘরে এনেছিল একাধিক আন্তর্জাতিক পুরস্কার। আর এই সিনেমার পরিচালককে কিনা অস্কার অনুষ্ঠানে প্রবেশের জন্য ব্যয় করতে হয়েছে বিপুল পরিমাণ অর্থ।টিকিট সংগ্রহ করেই অস্কারের অনুষ্ঠানে প্রবেশ করতে হয়েছে রাজামৌলিসহ অন্যদের। অস্কারের ৯৫তম আসরে প্রবেশের জন্য টিকিটের মূল্য ছিল ২৫ হাজার ডলার, যা বাংলাদেশের টাকায় ২৬ লাখের বেশি।
মারা গেছেন খালেকুজ্জামান
টিভি নাটক ও চলচ্চিত্রের অভিনয়শিল্পী বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টায় তাঁর মৃত্যু হয়েছে বলে জানান খালেকুজ্জামানের ছেলে জিসান।
শুভশ্রীর ছেলে অংশ নেবে ‘ডান্স বাংলা ডান্স’ এ
ভারতের কলকাতায় একটি টিভি চ্যানেলে কয়েক সপ্তাহ আগে শুরু হয়েছে রিয়েলিটি শো ‘ডান্স বাংলা ডান্স’। নাচের এই রিয়েলিটি শো সিজনের পর সিজন ধরে দর্শকদের মনোরঞ্জন করে আসছে। এবারও অন্য নন ফিকশন শোগুলোকে ছাড়িয়ে যাচ্ছে এই শো।
ঈদে মুক্তি পাচ্ছে জিতের ‘চেঙ্গিজ’, চলবে ২ ভাষায়
নতুন ইতিহাস গড়তে চলেছেন বাংলার সুপারস্টার জিৎ। আগামী ২১ এপ্রিল ঈদে মুক্তি পেতে চলেছে তার ছবি ‘চেঙ্গিজ’। নীরজ পাণ্ডের গল্প অবলম্বন করে তৈরি এই ছবির হাত ধরেই এবার বলিউডে জিৎ। এই প্রথম একই দিনে বাংলা ও হিন্দি দুটি ভাষায় একসঙ্গে মুক্তি পাবে কোনো বাংলা ছবি।
আরও দেখুনঃ