সকল অভিনয়ের ভক্ত, শিল্পী, নির্মাতা সহ সংশ্লিষ্ট সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আমাদের অভিনয় উদ্যোগটি আপনার দৃষ্টি আকর্ষণ করায় আমরা অত্যন্ত আনন্দিত।
আপনারা হয়তো ইতোমধ্যে জেনেছেন, আমরা ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশন থেকে, গুরুকুলের আর্ট কালচারের ১৪ টি প্লাটফর্মের পৃষ্ঠপোষকতা করছি।
তার মধ্যে অভিনয় একটি।
প্রধান পৃষ্ঠপোষকের বানী
অভিনয় একটি প্রতিষ্ঠিত পেশা। চলচ্চিত্র, নাটক, ছোট-বড় পর্দা পার করে এখন নানাবিধ নতুন মাধ্যম তৈরি হয়ে অভিনয়ের সুযোগ। এই সময়ের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমাদের আরও প্রচুর মেধাবী ও প্রশিক্ষিত অভিনেতা দরকার।
তাছাড়া শুধুমাত্র অভিনয় প্রশিক্ষণের পাশাপাশি শিল্পীদের শিল্পী-সত্তা উন্নয়নের জন্য শিল্পের নানাবিধ শাখার সাথে পরিচিত হওয়াও দরকার।
এই সব মিলিয়ে প্রশিক্ষিত পেশাজীবী অভিনয়শিল্পী তৈরির প্রক্রিয়াতে আমরা আমাদের পক্ষে যতটুকু সম্ভব অবদান রাখতে চাই।
আমাদের প্রত্যাশা, বাংলাদেশ থেকে বিশ্বমানের পেশাজীবী অভিনয়শিল্পী তৈরি করা।
সেই সাথে বাংলাদেশ সহ সারা বিশ্বে আমাদের অভিনেতাদেরকে তুলে ধরা।
এজন্য আমরা উদ্যোগ নিয়েছি নিয়মিত অনলাইন ক্লাস ও টিউটোরিয়ালের।
যেগুলো থেকে শিক্ষার্থীরা অভিনয়ের টেকনিক গুলো খুব সহজে রপ্ত করতে পারবে।
নিয়মিত ক্লাসের পাশাপাশি শিক্ষার্থীদের বিশেষ অনুরোধেও ক্লাস তৈরি হচ্ছে।
তৈরি হচ্ছে অভিনয়ের নানা রকম পারফর্মেন্স।
আর এই সব কিছুই ফ্রি, আমাদের পক্ষ থেকে উপহার।
আপনাদের অবগতির জন্য জানাতে চাই – আমরা পেশাজীবী শিল্পী তৈরির জন্য, এবছর থেকে অভিনয়ে একটি বাৎসরিক বৃত্তি দেব।
যার অর্থমূল্য আড়াই লক্ষ টাকা। এই অর্থ শিক্ষার্থীর প্রয়োজনীয় কোর্স, তালিম বা গবেষণা করার জন্য দেয়া হবে।
যারা সিরিয়াস অভিনেতা হতে চান, এরকম অনেক মেধাবী ছেলে/মেয়েদের সঠিক তালিম পাবার ব্যবস্থা নেই। কেউ হয়তো সেতার বিষয়ক কোন গবেষণা করতে চাচ্ছেন, সেটার জন্য ফান্ড নেই।
এমন প্রার্থীদের জন্যই এই বৃত্তি।
আমাদের ঘোষনাগুলোর দিকে নজর রাখুন। সেখানে উল্লেখিত নিয়ম অনুযায়ী আবেদন করুন।
আপনাদের আবেদন, আমাদের বিশেষজ্ঞ প্যানেল যাচাই বাছাই করে প্রার্থী চূড়ান্ত করবেন।
নতুন শিল্পী তৈরির পাশাপাশি আমরা বিশ্বাস করি গুণীর কদর না করলে গুণীর জন্ম হয় না।
তাই আমরা প্রতি বছর বাংলাদেশি অভিনয়শিল্পীদের মধ্য থেকে একজনকে সম্মাননা প্রদান করবো।
সম্মাননার সাথে ২ লক্ষ টাকা পরিমাণ অর্থ দেয়া হবে।
আমাদের গুণী শিল্পীদের সন্ধান অব্যাহত রয়েছে। তাছাড়া আপনারাও যদি মনে করেন এমন যোগ্য কারও নাম আমরাদের দৃষ্টির বাইরে আছে। তার নাম আমাদের আর্টিকেলের নিচে কমেন্ট বা সামাজিক মাধ্যমে মেসেজ দেবার মাধ্যমে প্রস্তাব করতে পারেন।
আশা করি আমাদের সবার চেষ্টায়, বাংলাদেশ থেকে অনেক আন্তর্জাতিক মানের অভিনয়শিল্পী, গবেষক তৈরি করতে পারবো। যারা দেশের জন্য সম্মান বয়ে আনবেন।
আপনার পরিচিত আগ্রহীদের এই বার্তাটি পৌঁছে দেবার অনুরোধ রইলো।
সবাই ভালো থাকবেন।
শুভেচ্ছান্তে,
ড. সীমা হামিদ
প্রধান পৃষ্ঠপোষক, অভিনয় গুরুকুল
সাভাপতি, ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশন

আরও দেখুন: