বাংলাদেশে পাঠান প্রথম দিন –এর খবর দিয়ে শুরু করছি অভিনয় গুরুকুলের নিউজ আপডেট । আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।
সারা সপ্তাহের খবর
বাংলাদেশে পাঠান প্রথম দিন
ঢাকার স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, মধুমিতা সিনেমা হলসহ ৪১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বলিউড তারকা শাহরুখ খানের আলোচিত সিনেমা ‘পাঠান’। আট বছর পর দেশের প্রেক্ষাগৃহে কোনো হিন্দি সিনেমা মুক্তি পেল। মুক্তির প্রথম দিনে সিনেমাটি দেখতে মাল্টিপ্লেক্সে দর্শকের ভিড় দেখা গেলেও একক হলগুলোতে দর্শকের উপস্থিতি ছিল প্রত্যাশার চেয়ে কম।
স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখায় শুক্রবার সকাল থেকেই ভিড় করেছেন দর্শকেরা। সিনেপ্লেক্সের মূল ফটকের সামনে দর্শকের দীর্ঘ সারি দেখা গেছে। দর্শকের মধ্যে তরুণদের সংখ্যাই ছিল বেশি, তাঁদের অনেকেই শাহরুখ খানের অনুরাগী। কারও কারও গায়ে শাহরুখ খানের টি-শার্ট দেখা গেছে। শাহরুখ খানের সিনেমা মুক্তিকে ঘিরে বসুন্ধরা সিটি শপিং বাইরে আরেক দল তরুণকে কেক কাটতে দেখা গেছে।
নায়ক রোশান বাবা হতে চলেছেন
বাবা হতে যাচ্ছেন নায়ক রোশান। বিষয়টি রোশানের পরিবারের ঘনিষ্ঠজনেরাও নিশ্চিত করেছেন। রোশানের স্ত্রী তাহসিনা এশা এখন আট মাসের অন্তঃসত্ত্বা। সন্তান জন্মের আগে তাই বিয়ের খবরটি তাঁরা সবার সামনে আনতে চেয়েছেন। দুই পরিবারের ঘনিষ্ঠজন ও গণমাধ্যমে রোশানের কাছের কয়েকজন সাংবাদিককে আমন্ত্রণ জানিয়ে ঢাকার উত্তরার একটি রেস্তোরাঁয় বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুরু হলো দুই দিনের জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব
রাজধানীতে শুরু হলো ৩৪তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব। শুক্রবার সকাল সাড়ে ১০টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার উদ্যোগে আয়োজনের শুরুতে ‘আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে’ গানের সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করা হয়। মিলনায়তনের বাইরে উন্মুক্ত প্রাঙ্গণে অংশ নেন নৃত্যনন্দনের শিল্পীরা।
৭৯ বছর বয়সে সপ্তমবার বাবা
রবার্ট ডি নিরো অভিনীত নতুন সিনেমা ‘অ্যাবাউট মাই ফাদার’ মুক্তি পাবে ২৬ মে। নতুন সিনেমা মুক্তি উপলক্ষে ইটি কানাডার সঙ্গে একটি সাক্ষাৎকার দিচ্ছিলেন অস্কারজয়ী অভিনেতা। আলোচনার বিষয় পিতৃত্ব। নতুন ছবি, পিতৃত্ব নিয়ে কথা বলতে গিয়ে ৭৯ বছর বয়সী অভিনেতা দিলেন নতুন খবর—সপ্তমবারের মতো বাবা হয়েছে তিনি!
১৯৭৬ সালে রবার্ট ডি নিরো প্রথম বিয়ে করেন ডায়ানা অ্যাবোটকে। সেই সংসারে এক কন্যা ও এক পুত্রের জন্ম হয়। মেয়ে ড্রেনার বয়স ৫১, ছেলের ৪৬। এরপর আরও পাঁচবার বাবা হয়েছেন অভিনেতা।
গিনেসে বিটিএসের জাংকুক
ব্ল্যাকপিঙ্কের গায়িকা লিসাকে পেছনে ফেলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিলেন বিটিএসের গায়ক জাংকুক। ডিজিটাল মিউজিক সার্ভিস স্পটিফাইয়ে কে পপ গায়কদের মধ্যে সবচেয়ে কম সময়ে এক বিলিয়ন স্ট্রিমিংয়ের রেকর্ড গড়েছেন জাংকুক। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ জানিয়েছে, স্পটিফাইয়ে জাংকুকের তিন গান—‘স্টে অ্যালাইভ’, ‘লেফট অ্যান্ড রাইট’ ও ‘ড্রিমারস’ প্রকাশের ৪০৯ দিনের মাথায় এক বিলিয়নের মাইলফলক ছুঁয়েছে।
শাহরুখপুত্রের মাদক মামলার তদন্ত করা এক কর্মকর্তা চাকরিচ্যুত
বছর দুই আগে মাদক মামলায় গ্রেপ্তার হয়েছিলেন শাহরুখপুত্র আরিয়ান খান। এই মামলার তদন্তের দায়িত্বে ছিল ভারতের মাদক নিয়ন্ত্রণ সংস্থা (এনসিবি)। আরিয়ানকে গ্রেপ্তার এবং তদন্ত দলটির অন্যতম একজন সদস্য ছিলেন বিশ্ব বিজয় সিং। আগেই এনসিবি থেকে সাময়িক বরখাস্ত হয়েছিলেন তিনি, এবার চাকরি হারালেন।
আরও পড়ূনঃ