মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর জীবনী

মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর জীবনী নিয়ে আজেকের আলোচনা। মেহজাবিন চৌধুরীর জন্ম ১৯ এপ্রিল ১৯৯১ সালে বাংলাদেশের চট্টগ্রামে। তিনি বাংলাদেশের একজন নামকরা মডেল ও অভিনেত্রী। তিনি ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার থেকে বিজয়ী হয়ে মিডিয়া জগতে আসেন। বর্তমানে তিনি বিভিন্ন টিভি বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত অভিনয় করছেন।

মেহজাবীন চৌধুরীর জীবনী

মেহজাবীন চৌধুরীর জীবনী

 

‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৯’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর মেহজাবিন অভিনীত প্রথম নাটক ছিল ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ‘তুমি থাকো সিন্ধুপারে’। এ নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ। এরপর তিনি একে একে কাজ করেন ‘মাঝে মাঝে তব দেখা পাই’, ‘কল সেন্টার’, ‘মেয়ে শুধু তোমার জন্য’, ‘আজও ভালোবাসি মনে মনে’, ‘হাসো আন লিমিটেডসহ’ বেশকিছু নাটকে।

২০১৩ তে শিখর শাহনিয়াত পরিচালিত নাটক ‘অপেক্ষার ফটোগ্রাফি’ ছিল মেহজাবীন এর জন্য বড় একটি টার্নিং পয়েন্ট। ঈদুল আযহা ২০১৭-এ মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় বড় ছেলে’তে অভিনয় করে আবারও শীর্ষে চলে আসেন এই অভিনেত্রী। দেশ-বিদেশে ব্যাপক প্রশংসিত হয় মেহজাবীন ও জিয়াউল ফারুক অপূর্ব অভিনীত এই নাটকটি। ২০২০ সালে এই অভিনেত্রী নাম লিখিয়েছেন গল্পকার হিসেবে। ‘থার্ড আই’ তার লেখা প্রথম নাটকের গল্প।

জীবনের একাংশ কাটিয়েছেন আরবে। তবে অভিনয় ও মডেলিংয়ের প্রতি ভালোবাসার বশেই ফিরে এসেছিলেন নিজের দেশে।অসংখ্য বাংলা নাটক ও ধারাবাহিকে তার অসামান্য প্রতিভা ও অভিনয় গুন দর্শকদের নজর কেড়েছে।

  • পুরো নাম : মেহেজাবিন চৌধুরী (ইংরেজিতে : Mehazabien Chowdhury)
  • ডাক নাম : জেনিফার
  • জন্ম তারিখ : ১৯ এপ্রিল,১৯৯১
  • জন্ম স্থান : চট্টগ্রাম, বাংলাদেশ
  • নাগরিকতা : বাংলাদেশী
  • জীবিকা : মডেল, অভিনেত্রী
  • রাশি : মেষ
  • বয়স : ২৬ বছর
  • প্রথম চলচ্চিত্র : লাক্স চ্যানেল ওয়ান সুপারস্টার (২০০৯), প্রবাসিনী (২০১৪)
  • পুরস্কার: বাবিসাস অ্যাওয়ার্ড

 

মেহেজাবিনের প্রাতিষ্ঠানিক শিক্ষা:

  • বিদ্যালয় : ইন্ডিয়ান স্কুল, সোহার,ওমান
  • মহাবিদ্যালয় : শান্ত মরিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেক্নোলজি, ঢাকা , বাংলাদেশ
  • শিক্ষাগত যোগ্যতা : ফ্যাশন ডিসাইনে ডিপ্লোমা

 

মেহেজাবিনের ধর্ম বিশ্বাস:

  • মেহেজাবিন ইসলাম ধর্মে বিশ্বাসী।

 

মেহেজাবিনের শারীরিক পরিসংখ্যান:

  • উচ্চতা : ১৬৫ সেমি (৫ ফুট ৫ ইঞ্চি)
  • ওজন : ৪৫ কেজি
  • চুলের রঙ : হালকা খয়েরি
  • চোখের রঙ : হালকা খয়েরি

 

মেহজাবীন চৌধুরী

 

মেহেজাবিনের পরিবার ও সম্পর্ক:

  • পিতা : মহিউদ্দিন চৌধুরী
  • মাতা : গজলা চৌধুরী
  • স্বামী : অবিবাহিত

 

মেহেজাবিনের পছন্দ – অপছন্দ:

  • পছন্দের খাবার : পিজা, ফ্রেঞ্চ ফ্রাই
  • পছন্দের অভিনেতা : আফজাল হুসেন
  • পছন্দের রং: সাদা, নীল
  • পছন্দের গায়ক : Jay Sean
  • পছন্দের টিভি শো : WWE, American Next Top Model

 

মেহজাবীন চৌধুরী

 

 

মেহেজাবিনের সামাজিক মাধ্যমের ঠিকানা:

 

মেহেজাবিনের সম্পর্কে অন্যান্য তথ্য:

  • ধুমপান করেন ?: (না)
  • মদ্যপান করেন ?: (না)
  • মাত্র ১৩ বছর বয়সে তিনি মডেলিং শুরু করেন
  • তিনি বাংলাদেশে জন্মগ্রহণ করেন ও পরে ওমানে চলে যান
  • তিনি মডেলিং করেছেন পেপসি,সেভেন আপ,পন্ডস,ম্যাগি,স্যামস্যাং,লাক্স,গীতাঞ্জলি ইত্যাদি
  • তিনি ৫০ এর অধিক নাটক ও ধারাবাহিকে অভিনয় করেছেন

 

Google News মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর জীবনী
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

আর পড়ুনঃ

Leave a Comment