সুনাই কইন্যার পালা নাটক – এস এম সোলায়মান

সুনাই কইন্যার পালা নাটকটি নাট্যকার এস এম সোলায়মানের একটি বিখ্যাত নাটক। এই নাটকটির প্রথম প্রদর্শনী হয় ২৯ অক্টোবর ১৯৯১। শেখ মোহাম্মদ সোলায়মান বা এস এম সোলায়মান একজন বাংলাদেশী অভিনেতা। তিনি ১৯৫৩ সালের ২৯ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তিনি মঞ্চ নাটক পরিচালনা করতেন এবং তাতে সঙ্গীত পরিচালনাও করতেন। তাকে বাংলাদেশের থিয়েটারের জগতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। কাজের স্বীকৃতি হিসেবে ২০১৪ সালে একুশে পদক লাভ করেন তিনি।

ময়মনসিংহ গীতিকার ‘দেওয়ান ভাবনা’ অবলম্বনে

সুনাই কইন্যার পালা

 

সুনাই কইন্যার পালা নাটক - এস এম সোলায়মান

 

সুনাই কইন্যার পালা নাটক –  ১ম পর্ব:

 

প্রযোজক দল : মহাকাল নাট্য সম্প্রদায় 

প্রদর্শনীর স্থান : মহিলা সমিতি মিলনায়তন, ঢাকা

কুশীলব

কোরাস দল :মৃণালকান্তি ধর, আব্দুল আজিজ, মামুনুর রশীদ জন, শংকর কুমার ধর, সৈয়দ লুৎফর রহমান, মোঃ শাহজালাল, স্বপন চৌধুরী, সাহিদ হোসেন ডলার, রূপা ও ঝুমকা

ছোট সুনাই : মৌসুমী ধর সোনামনি

মামা : আঃ সামাদ হাদী

মা : খন্দকার নাসিমা

সুনাই : নিঘাত সুলতানা প্রভা

মামী :  নীলা

ঘটক : স্বপন চৌধুরী

কালা জামাই : বরুণ সাহা

হিজড়া জামাই : সাইদ হাসান রাজা

মাধব : আব্দুল আজিজ

দূত : মীর জাহিদ হাসান

দেওয়ান ভাবনা : কবির আহমেদ

সরকার : মামুনুর রশীদ জন

গ্রামবাসী : শাখাওয়াৎ হোসেন মোহন

মাধবের বাবা : জয়নাল আবেদীন জয়

সঙ্গীত : নার্গিস মুর্শিদা নীরা, বেবী সিকদার, ফারুক আহমেদ সেন্টু, হাসান ইমাম দুলাল, নারুল, শামীম, মোরশেদ, আব্দুল মতিন ও শিবেষ কীৰ্ত্তনীয়া

ঢোল ও তবলা : নুরুল আলম চৌধুরী বাহাদুর

কলাকুশলী

নির্দেশনা : হুমায়ূন কবীর হিমু 

কোরিওগ্রাফি : মোকাম্মেল হোসেন রিপন

আলোক নিয়ন্ত্রণ : মুনীর হাসান 

মঞ্চ অধিকর্তা : কবির আহমেদ

সামগ্রিক ব্যবস্থাপনা : সাইফুল ইসলাম মাহমুদ

 

সুনাই কইন্যার পালা ১ম পর্ব
সুনাই কইন্যার পালা ১ম পর্ব

 

সুনাই কইন্যার পালা ১ম পর্ব

পুবেতে বন্দনা করলাম পুবের ভানুস্বর 

এক দিকে উদয়রে ভানু চৌদিকে পশর। 

দক্ষিণে বন্দনা করলাম ক্ষির নদী সাগর 

যেখানে বানিজ্য করে সওদাগর। 

পশ্চিমে বন্দনা করলাম মক্কা পুণ্যস্থান 

উত্তর দিকে বাড়ায় সালাম মমিন মুসলমান। 

সভা কইরা বইসো ভাইরে হিন্দু মুসলমান 

সবার চরণে আমি জানাইলাম সালাম ।

কিবা গান গাইবাম আমি বন্দনা করি ইতি

মনো দিয়া শুনেন সবে সুনাই কইন্যার গীতি ।

দশ বছরের সুনাই গো ইরাবতী জ্বলে 

হাসিয়া খেলিয়া চলে ধরণীর স্থলে । 

শুন শুন পূর্বকথা দুঃখের বিবরণ 

দশ বছর কালেগো বাপের অকাল মরণ । 

বাপ নাই ভাই নাই একেলা জননী

ভাগ্য দোষে হইল সুনাই জনম দুখিনী।

দশ বছর গিয়া কইন্যা সতেরোতে পড়ে 

কইন্যার যইবন দেইখা মায়ে ভাবনা-চিন্তায় মরে। 

ভাবিয়া চিন্তিয়া মায়ে কোন কাম করে

আশ্রয় মাগিতে গেল ভাইয়ের গোচরে ।

[সুনাই ও সুনাইর মায়ের প্রবেশ। ওরা দু’জনে হাঁটতে হাঁটতে সুনাইর মামার বাড়ি আসে। মামা বসে কাজ করছেন।

[সুনাই কইন্যার পালা ১ম পর্ব [ নাটক ] এস এম সোলায়মান]

মা

হাঁটতে হাঁটতে পাওডা বিষ হইয়া গেলো। মরার রোদও উঠছে— 

[মা প্রথমে সুনাইর মামাকে দেখে ও সালাম করে 

মা

তোর মামা, সালাম কর।

[ সুনাই সালাম করে]

মামা

থাক থাক সালামের দরকার নাই। বাইচা থাক মা। তা পথে আসতে কোনো কষ্ট হয় নাই তো?

 

সুনাই কইন্যার পালা ১ম পর্ব
সুনাই কইন্যার পালা ১ম পর্ব

 

মা 

না-

মামা

[মামীকে উদ্দেশ্য করে। কইগো, কই গেলা? আইয়া দেহ কে আইছে আমাগো বাড়িতে । মামী নেপথ্যে এত চিল্লাইতেছো ক্যান, ক্যাডা আইছে?)

মামা

আগে আইয়া দেহ কেডা আইছে।

(মামীর প্রবেশ)

মা 

তোর মামী, সালাম কর।

মামা

দেহতো চিনতাম পারো কিনা?

মামী

আরে? এতো আমরার সুনাই। গায়ে-গতরে তো চিননই যায় না। কখন আসলা?

মা

এইতো একটু আগে। ভাইজান। বড় বিপদে পইড়া তোমার এখানে আইছি। 

মামী

ওমা! এইডা একটা কথা অইলো? বইন বিপদে পড়লে ভাইয়ের কাছে যাইব নাতো কি অন্যের কাছে যাইবো। স্বামীকে/ কী কও তুমি?

মামা

সে তো একশো বার। কি অইছে বইন, খুইল্যা কও তো দেহি। 

মা

শুন শুন পরাণের ভাই ওরে কি কইবাম তোমারে

দৈবের দুর্গতি আমার গো কপালের ফেরে। 

কে দেয় সুনাইর বিয়াগো কইন্যা হইল বড়

ভাইব্যা চিন্তা আইলাম ভাইগো এই যে তোমার ঘর ।

মামা

ওমা। এইডা একটা কতা অইল? সাতটা না, পাঁচটা না, একটা মাত্র বইন আমার। আর সঙ্গে এইরহম একটা লক্ষ্মী ভাগিনী। কি কও গো তুমি?

মামী

সেইটা আবার কইতে। কি দুঃখ কপালে নিয়া জন্মাইছিলাম গো। নিজের তো ছেলে-মেয়ে নাই । কথায় কয় হাতের লক্ষ্মী পায়ে ঠেলতে নাই । আইজ থিক্যা সুনাই আমরার ছেলেমেয়ে ।

মামা

কুনু চিন্তা কইরো না বইন। আইজ থিকা সুনাইর বিয়ার দায়িত্ব আমার। তা বাইরে দাঁড়াইয়া দাঁড়াইয়াই বকবক করবা? চলো ভেতরে চলো ।

[মামা ও মামী সুনাই ও সুনাইর মাকে নিয়ে বাড়ির ভিতরে যায়।]

গান

পুত্ৰ কইন্যা নাইগো মামার একেলা মদন 

সুনাইরে পাইয়া ভরলো মন

মামার বাড়িত থাকে সুনাই মায়েরো সঙ্গেতে 

ভাইয়ে বইনে যুক্তি করে সুনাইর বিয়া দিতে।

[ মামা ও মা বসে কথা বলছে।]

মা

ভাইজান। দেখতে দেখতে তো সুনাইর অনেক বয়স হইয়া গেল। এই ধর, সামনের আশ্বিন মাসে আঠারো বছরে পড়বো। এখনই যদি বিয়ার ব্যবস্থা না করতে পারি ।

 

সুনাই কইন্যার পালা ১ম পর্ব
সুনাই কইন্যার পালা ১ম পর্ব

 

মামা

হু

মা

মেয়ে আমরার রূপে-গুণে সবার সেরা। তাছাড়া যার তার হাতে তো আর মেয়ে তুইলা দিতে পারি না। ভাইজান একটা বুদ্ধি বার করন লাগে। 

[সুনাই কইন্যার পালা ১ম পর্ব [ নাটক ] এস এম সোলায়মান]

মামা

আইচ্ছা। একটা কাম করলে কেমন হয়?

মা

কি?

মামা

ঐ পাড়ার ঘটক ব্যাটারে খবর দেই। সেই ব্যাডা পাত্তর খুইজা আনুক। আমরা তার থেইক্যা বাইছা নিমু কি কও?

মা

এইডা একটা ভাল বুদ্ধি বাইর করছো।

মামা

তাইলে ঐ কতাই রইল। আমি ঘটক ব্যাডারে খবর দিতে গেলাম। 

মা

ভাইজান শুভ কামে আল্লাহর নাম নিয়া যাইও ।

[মামা বাইরে চলে যায়। মা ভিতরে চলে যায়। সুনাই-এর প্রবেশ।]

গান

পরমা সুন্দরী সুনাই দীঘল মাথার চুল গো সুনাই

মুখেতে ফুইটাছে চম্পার ফুল । 

মামায় তো দিয়াছে কিনা পাছা নীলাম্বরী

জল ভরিতে যায় সুনাই গো কাংখেতে গাগরি 

আষাঢ় মাসে দীঘলা পানসী নয়া জলে ভাসে গো

সেই মতে সুনাইর যইবন খেলায় বাতাসে।

[সুনাই বেরিয়ে যায়; পুনরায় ঢোলের শব্দের সাথে ঢুকবে। ঢুকে ফুল পাড়বার ভঙ্গি করে এবং ফুল কুড়িয়ে মালা গাঁথতে বসে।]

গান

 

গাঁথ গাঁথ সুন্দরী কইন্যা মালতীর মালা 

ঝইরা পড়ছে সোনার বকুল ঐ না গাছের তলা।

[সুনাই বেরিয়ে যায়)

(মিউজিকের সাথে ঘটক ঢুকবে মামার বাড়িতে, সাথে জামাই)

গান

তোমার বিয়ার ঘটক আইছে আজিকা বিহানে 

লগে আনছে সুন্দর দামান উঠানের কোণে।

( মামা ও মার প্রবেশ)

ঘটক

এই পর্যন্ত তিন তিনটা জামাই দেখাইলাম। একটাও তোমরার পছন্দ অইল না। এইবার এমন জামাই আনছি, পছন্দ না অইয়া যাইবো কই। কি পছন্দ অয় নাই—?

মামা

কি কও গো বইন?

(মা মাথা নেড়ে জানায় পছন্দ হয়েছে)

ঘটক

আমি জানতাম পছন্দ তোমরার অইবই।

মামা

তয়, জামাই বাবাজি কথা কয় না একদম?

ঘটক

নতুন জামাইতো সরম পাইতাছে।

 

সুনাই কইন্যার পালা ১ম পর্ব
সুনাই কইন্যার পালা ১ম পর্ব

 

মামা

তা, জামাই বাবাজির নামডা কি?

জামাই

কি?

মামা

তোমার নামডা কি বাজান?

জামাই

জি? ইচা মাছ আর লাল শাক দিয়া খাইছি ।

মা

কি? (আশ্চর্য)

মামা

বাবাজি। তোমারে জিগাই তোমার নামডা কি?

জামাই

জি।

মামা

কালা নাকি? তোমার নামডা কি?

জামাই

আছে, আছে । গিরস্থি। চাষাবাদ আছে। চারটা হালের বলদ, তিনটা গাই, আমি না সকাল-বিকাল দুধ দুয়াই।

[সুনাই কইন্যার পালা ১ম পর্ব [ নাটক ] এস এম সোলায়মান]

মামা

(অবাক) ওমা, এতো সত্যি সত্যি কানে শোনে না। 

ঘটক

না-না-না ও কিছু না। একটু ঘুরাইয়া প্যাঁচাইয়া কতা কয়। খাড়ান কতা আমি কওয়াইতাছি।

[জামাই-এর কানের কাছে চিৎকার করে বলে] 

ঐ ব্যাডা তোর নাম জিগায়। ক-তোর নাম ক

জামাই

(রাগান্বিত) ক্যা? দশ টাকা দিছি না, আবার কী? অহনও মাইয়াই দেখলাম না,আবার টাকা চায়।

মামা

বুচ্ছি। এই জামাই আমরার কাম নাই, রাস্তা দেও। আহ বইন—

মা

যাও যাও ভাগ এইখান থিকা।

[মা ও মামা ভেতরে চলে যায়। ঘটক জামাইকে মারতে মারতে নিয়ে বেরিয়ে যায়।।]

গান

সুনাইর মত অইব জামাই যেমন চান্দের ছটা

কুলে শীলে বংশে ভালা জমিদারের ব্যাটা।

এমন সম্বন্ধ আইল সুনাইর মায়ে নাই যে বাসে 

সেই মতে আইলো ঘটক পড়তি মাসে মাসে। 

[ঘটকের প্রবেশ]

 

{মিউজিকের সাথে অনেক জামাই মঞ্চ অতিক্রম করে। মামা ও মা জামাই পছন্দ। করার চেষ্টা করে। কালা জামাইকে পুনরায় আসতে দেখে মা ক্ষেপে যায়}

মা

কি গো ধ্যান্দা জামাই। এত বিয়ার সখ ক্যা? দাঁড়াও তোমার বিয়ার সাধ আমি মিটাইতাছি। 

 [ঝাড়ু নিয়ে দৌড়িয়ে জামাইর পিছন পিছন মা বেরিয়ে যায়। হিজড়া জামাইর প্রবেশ]

ঘটক

এইবার দ্যাহ কেমন জামাই ধইরা আনছি।

মামা

কি জামাই নিয়া আইছ? বলদ আনছ না খাসি?

ঘটক

আরে না না। কিয়ের বলদ আর কিয়ের খাসি, কতায় কয় নামিয়া বিবি রাজি, তো কেয়া করেগা কাজি।

মামা

মাইনে?

ঘটক

আমি কই কি? এত জামাই ধইরা আনলাম। একটাও তোমরার পছন্দ অইলো না। এইবারের জামাইভা সুনাইরে পছপ করতে দেও, সুনাইয়ের পছন্দ অইলেই তোমরার পছন্দ।

মামা

সুনাইয়ের পছন্দ।

ঘটক

বিয়াতো আর তুমি করতাছ না। করতাছে সুনাই। হের যদি পছন্দ অইয়া যায় তয় তোমার আমার কি?

মামা

কিন্তু তুমি ক্যামনে বুজলা, এই জামাই সুনাইর পছন্দ অইবো? 

 

সুনাই কইন্যার পালা ১ম পর্ব
সুনাই কইন্যার পালা ১ম পর্ব

 

ঘটক

পছন্দ অইবো না মানে? স্বভাব চরিত্রে, আচার ব্যবহারে এই জামাই একেবারে সুনাইর জাত ভাই। কি? ঠিক কইছি না জামাই? | 

জামাই

লজ্জা পেয়ে যাহ।

মামা

হ। কতাডা তুমি একেবারে মন্দ কও নাই। চল আমরা ভিতরে গিয়া সুনাইরে পাঠাই।

 [ঘটকসহ মামা ভিতরে চলে যায়। জামাই মুখভর্তি লজ্জা নিয়ে দাঁড়িয়ে থাকে। সুনাইকে নিয়ে মায়ের প্রবেশ]

সুনাই

দেহ, আমারে রাগাইও না তো মা। আমারে কি হাট বাজারের গরু ছাগল পাইছো?

এক এক দিন এক একজন আইয়া দেখবো য্যান আমি সং সাজছি। 

মা

দ্যাখ মা, বিয়া তো তোরে দেওনই লাগবো।

সুনাই

এমন বিয়ায় আমার কাম নাই।

মা

আহা। রাগ করছ ক্যান মা? তুই একবার কতা কইয়া দ্যাখ। তোর পছন্দ অইলেই আমরার পছন্দ। যা-মা যা।

[সুনাই-কে জামাইয়ের দিকে ঠেলে দিয়ে মার প্রস্থান। সুনাই জামাই-এর দিকে অগ্রসর হয় এবং ঘুরে ঘুরে দেখে জামাই লজ্জার সাথে ঘুরছে। ]

[সুনাই কইন্যার পালা ১ম পর্ব [ নাটক ] এস এম সোলায়মান]

সুনাই

এই মিয়া তুমি কোন ধরনের জামাই যে, মাইয়া মানুষ দেইখ্যা লজ্জা পাও। ই ভড়ং কত। নাম কি?

জামাই

যা। আমার সরম করে।

সুনাই

তো এত সরম লইয়া বিয়া করতে আইলা কোন উছিলায়?

জামাই

হাউশ কইরা ।

সুনাই

অমন হাউশের মুখে ঝাটার বাড়ি। এইবার ঝটপট কও নাম কি?

জামাই

মদন-

সুনাই

যেই না একখান বদন। তার ওপর আবার নাম রাখছে মদন। এইবার কও জায়গা জমি ঘর গিরন্তির বিভান্ত।

জামাই

আপনি এমন পুরুষ মানষের মতন রাগ কইরা কথা কননা, আমার ডর করে। 

সুনাই

বাঃ, তুমি যদি পুরুষ মানুষ অইয়া মাইয়া মানুষের মতন রংঢং করো; আমিও যদি তোমার মতন মাইয়্যা মানুষ সাইজ্যা থাকি তাইলে ঘটনাডা কি দাঁড়ায়?

জামাই

যাঃ- আমি এইসব বুজি না।

সুনাই

স্বজাতি-স্বজাতিতে বিয়া অয় না, এইডাও বুজन?

জামাই

যাহ্ আপনি খালি আমার সাথে মস্করা করেন। হায় আল্লাহ। আমার বুজি সরম লাগে না-

সুনাই

লাগে, না? দাঁড়াও, তোমার সরম আমি বাইর করতাছি।

[এই বলে সুনাই একটা গাছের ডাল নিয়ে জামাইকে তাড়া করে জামাই দৌড়িয়ে বেরিয়ে যায়। পিছনে পিছনে সুনাইও বেরিয়ে যায়।]

সুত্রধর

এই ক্ষণে শোন সবে শোন বিবরণ 

মাধবের কথা এখন করিব বর্ণন।

[মাধব গানের সাথে ঘোড়া চালনার ভঙ্গিতে প্রবেশ করে।

গান

দেখিতে সোনার নাগর চান্দের সমান

সুবর্ণ কার্তিক যেন হাতে ধনুক বান।

যেইনা পন্থ দিয়া সুনাই আনাগোনা করে।

সুনাইরে দেখিল মাধব ঐ না পন্থের ধারে।

গাংগের পাড়ে কেওড়া পুষ্প গন্ধেতে ছাইলো 

মাধবের সঙ্গে সুনাইর পরথম দেখা হইল।

[গানের মাঝে সুনাইয়ের প্রবেশ। মাধব ও সুনাই চোখাচোখি দাঁড়িয়ে] 

 

google news logo

 

মাধব

কোথায় থাক সুন্দরী কইন্যা কোথায় বাড়িঘর

মনের কথা কইবাম তোমায় যদি দাও উত্তর। 

(দু’জন দু’জনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে তাকে। ঘটকের প্রবেশ)

ঘটক

চারি চক্ষু এক হইলরে পরাণ কাইড়া নিল

কোন দৈবে মনের মানুষরে আইনা দেখাইল।

[ ঘটক বেরিয়ে যায়। গান শুরু হলে গানের সাথে সুনাই ও মাধব নাচে ]

গান

উইড়া উইড়া আইছে ভ্রমর ফিরা ফিরা চায়

কোনবা ফুলের মধুর আশায় ঘুরিয়া বেড়ায়।

ধরতে যদি পারতাম ভ্রমরা, রাইতের নিশাকালে

কেশেতে বাইন্ধা তোমায় রাখতাম খোঁপার চুলে। 

মাধব

কইন্যা গো খোঁপার মধ্যে বাইন্ধা কাম কি, বানবাই যদি তয় মনের খাঁচায় বান্ধ। তোমার নাম কি গো?

[সুনাই কইন্যার পালা ১ম পর্ব [ নাটক ] এস এম সোলায়মান]

সুনাই

সুনাই-

মাধব

আমার নাম মাধব। ঐ দীঘল হাটিতে আমার বাপের তালুক। এক বাপের এক ছাওয়াল আমি। এইবার তোমার কথা কও ।

সুনাই

আমি-আমার কথা আর কি? ছোডকালে বাপ মরছে। মামার ঘরে মানুষ। মা আর মামা ছাড়া ত্রিভুবনে আমার আর কেউ নাই ।

মাধব

যদি অভয় দাও তবে একটা কতা কই?

সুনাই

কন

মাধব

ত্রিভুবনে তোমার আর কেউ নাই?

সুনাই

না-

মাধব

আমি যদি বলি আছে।

সুনাই

কে? 

মাধব

আমি।

সুনাই

যাহ ।[ লজ্জা পেয়ে ছুটে পালাচ্ছিল। মাধব হাত ধরে ফেলে] আঃ হাত ছাড়-কেউ দেইখা ফেললে কিন্তু বিপদ হইব।

মাধব

তুমি যদি রাজি থাক। তবে সব বিপদরে আমি মাথায় নিতে রাজি। কও রাজি?

সুনাই

হাত ছাড়। আমার সরম করে 

মাধব

কাইল তোমারে আমার দুতেরে দিয়া চিডি দিমু। তোমার মনের কথা জানাইয়া উত্তর দিও।

[সুনাই ছুটে পালিয়ে যায়]

গান

লাজুক লতা হইয়া কইন্যা ঘরে চইলা যায়

মাধব উঠে নিজ বাড়ির পন্থে পা বাড়ায়। 

আইজ দিন বাদ গিয়া কাইলার ফজরে

মাধবের দূত আইসা পৌঁছায় সুনাইর গোচরে।

[ সুনাই বসে আছে। দূত সুনাইকে খুঁজতে খুঁজতে পেয়ে যায়]

 

অভিনেত্রী দেবযানী । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

দূত

এই যে চিড়ি ।

সুনাই

কি?

দূত

আপনার নাম কি সুনাই?

সুনাই

তা দিয়া তোমার কি কাম?

দূত

আপনার নাম যদি হয় সুনাই তবে আপনার একটা চিডি আছে আমার কাছে। মাধবে লিখছে— 

সুনাই

ওঃ, মাধবের চিঠি। তা আগে কইবাতো।

দূত

ঐ রকম চেতাচেতি করলে কইবাম ক্যামনে?

সুনাই

বকবক কইরো না চিডিটা দেও ।

 [দূত চিঠি দেয় । সুনাই পড়তে থাকে]

দূত

[স্বগত] বাপরে বাপ, রূপতো নয় যেন আগুন! 

সূত্রধর

পত্র পাইয়া কইন্যা গো পড়ে সাবধানে।

একবার দুইবার তিনবার পড়ে মনে মনে। 

তোমার লাগিয়া কইন্যা হইলাম যে পাগলা

তুমি আমার মুখের মধু গলার পুষ্পমালা। 

বাপের আছে ধন দৌলত লাখের জমিদারি। 

তোমারে দিয়াম কইন্যা অগ্নি পাটের শাড়ি। 

বাগানের বাছা ফুলে বাইন্ধ্যা দিবাম চুল 

টোনা ভইরা তুইল্যা আনবাম মালতির ফুল।

দূত

চিডি পড়া অইলো?

সুনাই

শোন—আমি উত্তর লিখা দিতাছি। তুমি একটু জিরাইয়া লও। [সুনাই বসে লেখা শুরু করে]

গান

শুনরে পরানের বন্ধু শোন দিয়া মন

বিয়া নাই যে হইল মোর পরথম যইবন । 

যেদিন দেইখাছি তোমায় ঐ না জলের ঘাটে 

সেদিন হইতে পাগলা মন ফিরে বাটে বাটে। 

মায়েরে না কইতে পারি আপন মনের কথা 

অবলা যে নারী আমি মনে ভীষণ ব্যথা ।

কত দিনে তোমার সনে হইবো মিলন

দূরের পানে চাইয়া কইন্যা লিখিল লিখন । 

[গানের মাঝে মুখোশ পরিহিত পাখিরা প্রবেশ করবে এবং সুনাইকে লিখতে বিরক্ত করবে। গান শেষ হওয়ার আগেই বের হয়ে যাবে।] 

 

সুনাই

শোন—তুমি এই চিডি আইজই মাধবরে পৌঁছাইবা। আর শোন, কইবা যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটা যেন আমার কাছে পৌঁছায় ।

[সুনাই বেরিয়ে যায়। দূত সুনাই-এর চলে যাওয়া দেখে এবং কুচিন্তা মাথায় ঢোকে] 

[সুনাই কইন্যার পালা ১ম পর্ব [ নাটক ] এস এম সোলায়মান]

দূত

মাধব আর আমারে কত টাকা দিবো? এইরহম একটা সুন্দরী কইন্যার খবর যদি দেওয়ান ভাবনারে দিবার পারি তয় সারাজীবন ঠ্যাং-এর উপরে পাও তুইল্যা কাটাইয়া দেওন যাইবো। কিন্তু ক্যামনে করি ক্যামনে করি—বুদ্ধি পাই কই? বুদ্ধি একটা পাইছি—আমি চিডিটা মাধবের কাছে পৌঁছামু আর সুন্দরী কইন্যার সন্ধান নিয়া দিমু দেওয়ান ভাবনারে আহারে কি বুদ্ধি আমার-

[দ্রুত বেরিয়ে যাওয়ার উদ্যোগ নেয়।

গান

দারুণ দুর্জন্যা বাঘরা কোন কাম করে 

খবর কইলো গিয়া ভাবনার গোচরে।

(দেওয়ান বসে আছে। সরকার দাঁড়িয়ে আছে)

গান

বইয়া আছে দেওয়ান ভাবনা বারো বাংলার ঘরে 

এমুন সময় বাঘরা গিয়া জানাইল তাহারে ।

দেওয়ান 

কি গো শয়তান, হারামজাদা, আবার কি মতলব নিয়া আইছো?

দূত 

মতলব না মতলব না । আপনের লেইগা তরতাজা গরম খবর লইয়া আইছি। 

দেওয়ান 

তাই নাকি? অই সরকার, কুটুম্বের গরম খবর কওনের আগে হাতের বৈষয়িক কাম কাইজ সব সাইরা ফালাও। ঠিক আছে?

সরকার

জি হুজুর। তয় উত্তর দিক দিয়া শুরু করি?

দেওয়ান 

কর।

সরকার

উত্তর চকের বার শত বিঘা জমির খাজনা অর্ধেক বাহি। বর্গা চাষিরা কইতাছে এইবারের খরায় ফলন একেবারেই হয় নাই। বাহি ট্যাহা রেয়াত চায়। 

দেওয়ান

রেয়াত চায়। পাগল না মাথা খারাপ? 

সরকার

আসলেই হেরার অবস্থা বড়ই করুণ। আমার নিজের চক্ষে দেহা জমিতে যা ফসল ফলছে তার সবটাই আপনেরে দিয়া হেরার অবস্থা বড়ই খারাপ। এইবারের মত হেরা আপনের কাছে মাপ চায়।

দেওয়ান

তুমি আমার পক্ষ থেইকা ঐসব অসহায় এবং গরিব প্রজাগো কাছে উল্টা মাপ চাইয়া হেবার হালের বলদ, ঘরের খাট-পালঙ্ক, বাসন-কোসন, বদনা-

দূত

উহু, হুজুর বদনাটা বাদ দেন।

দেওয়ান

ক্যা?

দূত

ঐডা কৃষক ভাইগো ঘন-ঘন কাজে লাগে কিনা—

দেওয়ান

আইচ্ছা আইচ্ছা। সব ক্রোক কর। তারপর? দক্ষিণের গাংগে-ভাসা প্রায় ৪০০ একর জমি।

সরকার

হেই জমি কি জাগছে?

সরকার

হেঃ হেঃ জাগে নাই, তয় তাড়াতাড়িই জাগবো । 

দেওয়ান 

তাইলে আর অসুবিধা কি? যতক্ষণ না জাগে ততক্ষণ বরং ঘুমাইক।

সরকার

কিন্তু সমস্যাটা যে অন্য জায়গায়।

দেওয়ান 

আবার কি সমস্যা?

সরকার

পশ্চিমডাঙ্গার জমিদার-

দেওয়ান 

চৌধুরী।

সরকার

গোপনভাবে জানতে পারলাম—জমিদার চৌধুরীও নাকি হেই জমি দখলের তালে আছে। 

দেওয়ান

হেইডাও কোন সমস্যা না। তুমি আইজই ৫০০ লাঠিয়াল আর বরকন্দাজ পাঠাও। কাইল সকালেই হেরা চৌধুরীর কল্পাডা আমারে উপহার দিবো।

সরকার

চৌধুরীর ছোড বিবির প্রতি আপনার- 

দেওয়ান

ধন্যবাদ । ধন্যবাদ । চৌধুরীর কল্লার লগে হের ছোড বিবি অলঙ্কার হিসেবে আমার মহলে আইব। সকাল নয়টায় শুভ বিবাহ, দুপুর বারোটায় বাসর। 

[দেওয়ান ও সরকার/ হেঃ হেঃ হেঃ হেঃ

দূত

আর বৌভাত?

দেওয়ান

হইবো হইবো। বেবাক কাম এক লগে হইবো।

সরকার

কিন্তু সমস্যাটা যে রইয়াই গেল হুজুর 

দেওয়ান

আবার কি সমস্যা?

সরকার

আপনার ঘরে বারো বিবি বর্তমান। সেই ক্ষেত্রে চৌধুরীর ছোড়বিবিরে নিকা করলে সংখ্যা দাঁড়ায় তের। আর তের সংখ্যা আপনের লেইগা অপয়া ।

 

দুলিয়া চলচ্চিত্র । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

দেওয়ান

ঠিক তো। তাইলে এক কাম কর। আমার বর্তমান বারো বিবির যে কোন একজনের সাথে তালাকনামার ব্যবস্থা করো। আইজের মধ্যেই।

[সুনাই কইন্যার পালা ১ম পর্ব [ নাটক ] এস এম সোলায়মান]

সরকার

কোন জনার লগে তালাক নামার ব্যবস্থা করবাম?

দেওয়ান

(দুতের দিকে] তোমার পছন্দমত। না-না, তুমি একটা শুয়োর, হারামজাদা [সরকারের দিকে তাকিয়ে তোমার পছন্দ মতো যে-কোনো একজনের সাথে তালাকনামার ব্যবস্থা করো।

সরকার

সাত নাম্বার করি।

দেওয়ান

আইচ্ছা। ক্যারে, ক্যারে, সাত নাম্বাররে ক্যারে? সাত নাম্বারের সাথে কি তোমার কোন-

সরকার

তওবা, তওবা

দেওয়ান 

তওবা, তওবা-না। আইচ্ছা সাত নাম্বার বিবির নামডা জানি কি?

সরকার

আইজ্ঞা, ফালানী বেগম।

দেওয়ান

কার মা?

সরকার

আইজা, জামাল, কামাল, বরুন, খ্যাতি- 

দেওয়ান

 আরে জামাল, কামাল তো নয় নাম্বার বিবির

সরকার 

না হুজুর। ঐ সাত নাম্বারের পুত হইল জামাল কামাল।

দেওয়ান

 আট নাম্বার জানি কার মা?

সরকার

আইজ্ঞা খাতা দেইখ্যা কইতে হয় হুজুর।

দূত

আচানক কথা—খাতা দেখতে হয়।

দেওয়ান

আইজ্ঞা, দেহ।

সরকার 

আইচ্ছা ফজল, শহীদের মা।

দেওয়ান

এইবার খাতাড়া বন্ধ কর।

সরকার 

করলাম।

দেওয়ান

এইবার নয় নাম্বার বিবিজানের নামডা মুখস্থ কও ।

সরকার 

আইজা খাতা দেখতে হইব।

দেওয়ান

এগার নাম্বার।

সরকার 

পারতাম না হুজুর।

দেওয়ান

তাইলে দুই নাম্বার । 

সরকার

আপনেই কন ।

দূত

বেটা পাগল, হুজুরে পারলে তোমারে রাখছে ক্যান? তোমার কি ঘাস কাটনের লেইগা রাখছে?

দেওয়ান

তাইলে সাত নাম্বার বিবির নামটাই মুখস্থ কও।

সরকার

আইজ্ঞা ফালানী বেগম।

দেওয়ান 

তাইতো কই? অতগুলি বিবি থাকতে খালি ঐ ফালানী বেগমের নামডা মনে থাকে ক্যান?

দূত

হুজুর। আমার মনে হয় ফালানী বেগমের লগে তলে তলে প্যাচ আছে। 

দেওয়ান

তাই না? তুমি এখন থেইকা একটা নিয়ম কর। আমার প্রত্যেক নতুন বিয়ার সাথে পুরাতন একজন কইরা বিবিরে তালাকের ব্যবস্থা করবা, ঠিক আছে?

সরকার

আইজ্ঞা হুজুর?

দেওয়ান নতুন আর কিছু?

সরকার

না হুজুর। নতুন আর কিছু নাই ।

দেওয়ান

 তাইলে এইবার তুমি যাও।

সরকার

জি হুজুর।

দেওয়ান

 তলে তলে এত প্যাচ? এইবার কও কুটুম্ব, কি তোমার সেই গরম খবর?

দূত

কইতাছি—কইতাছি—

পরগনা মহলে আছে পরমা সুন্দরী 

সুনাই কইন্যা নাম তার যেন বেহেস্তের হুর পরী।

এই কাম করতে গিয়া কত মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছি। আর কত মানুষের বেড়ার ফাঁক দিয়া ফুচকি মারছি।

[সুনাই কইন্যার পালা ১ম পর্ব [ নাটক ] এস এম সোলায়মান]

দেওয়ান

আর কত দৌড়ানি খাইছো—

দূত

দুর যাহ্। কিন্তু এইরকম সুন্দরী কইন্যা আমার বাপের জন্মেও দেহি নাই 

দেওয়ান

কও কি! এতই সুন্দরী? আমার বারো বিবির চাইতেও সরস।

দূত

রাহেন আপনার বারো বিবি। আপনার বারো বিবিরে এক পাল্লায় দিয়া আর সুন্দরী সুনাইরে আর এক পাল্লায় দিলেও কুলাইবে না । 

দেওয়ান

তাইলে তো এই কইন্যা আমার চাই। হুন, যেমনে পার তুমি ব্যবস্থা কর। টাকা-পয়সা, ধন-দৌলত যা লাগে আমি নিম্ন-ধইরা নিলাম সুনাই আমার চৌদ্দ নাম্বার এবং আল্লাহ চাহে তো শেষ বিবি

দূত

আলহামদুলিল্লাহ-তাইলে আমি বিয়ার ব্যবস্থা করি।

[মিউজিকের সাথে মৃত মামার বাড়ির দিকে রওনা হবে এবং বাড়ির সামনে সুনাইয়ের সাথে দেখা হবে।] 

সুনাই

তুমি। তোমার সাহস তো কম না। মামায় দেখলে ঠ্যাং ভাইঙ্গা দিবো।

দূত

ক্যান ঠ্যাং ভাঙবো ক্যান? আমি মাধবের চিঠি নিয়া আইছি না?

সুনাই

কই দাও। (চিঠি দেয়) তুমি ঐ গাংগের পাড়ে গিয়া অপেক্ষা কর। আমি আইতাছি। 

দূত

আপনার মামারে একটু ডাইক্যা দেন না।

সুনাই

মামার লগে তোমার কি কাম?

দূত

একটু আলাপ পরিচয় করবাম। ভবিষ্যতে মাধবের বিয়ার পয়গাম নিয়া তো আমারই আইতে অইবো 

সুনাই

তাই বইলা বেশি কথা কইতে যাইও না। যাওনের সমে যাতে কেউ না দেখে। চিডির উত্তর নিয়া যাইবা। খাড়াও আমি মামারে ডাইক্যা দেই।

[ সুনাইর প্রস্থান]

দূত

আহারে। কি বুদ্ধি আমার। গাছেরটাও খাই আবার তলারটাও কুড়াই-

[মামার প্রবেশ]

মামা

আপনারে তো ঠিক চিনবার পারলাম না।

দূত

আমারে আপনে চিনতেন না। আমি দেওয়ান ভাবনার দূত। তেনে আমারে আপনার কাছে পাঠাইছে।

 

কঙ্কাবতী দেবী । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

মামা

ওরে বাপরে দেওয়ান ভাবনা। অতবড় নামী দামী লোকের লগে আমার—

দূত

শোন শোন মামা শ্বশুর বলি যে তোমারে 

সুন্দরী এক কইন্যা আছে জানি তোমার ঘরে।

জল বাইছেতে দেওয়ান ভাবনা দেইখাছে তাহারে

সেইদিন হইতে দেওয়ান ভাবনা পাগল হইয়া ঘুরে।

মামী

কি কও এইসব উল্টাপাল্টা কতা। একে তো সত্তর বছরের বুড়া। তারপর ঘরে বারো বিবি 

দূত

তার লগে তোমার কইন্যা যদি দাও গো শাদী

ঘরে যত নিকার বিবি সকল হইব বান্দী।

মামা

না—কপালে যা থাকে তাই অইবো—তাও ঐ রহম জুলুমবাজ, দজ্জালের লগে আমার মেয়ে বিয়া দিমু না।

দূত

পাগল না, মাথা খারাপ, নাকি উন্মাদ? আরে নিজের মাইয়া না বইনের মাইয়া? আমি কই কী সময় থাকতে আখের গুছাইয়া লও- তোমার বাড়ি দিয়া দিব—কি দিব?জানো না

তোমার বাড়ি দিয়া দিবো চৌকোনা পুকুনি

সানেতে বান্ধিয়া দিবো ঘাটের সিঁড়ি খানি ।

[মামা লোভাতুর হয়ে]

মামা

চৌকানা পুকুনি। সানে বান্ধা সিঁড়ি? 

দূত

আরে আরো আছে আরো আছে–

বাউন্নো পুরা জমি দিবো লেইখ্যা লাখেরাজ 

দেওয়ানের কথা মত যদি কর কাজ।

মামা

বাছ-বাছ-বাছ, আর কউন লাগবো না। বাউন্নো পুরা জমি পাগল হইয়া যামু। এতো রীতিমত একটা ছোটখাটো জমিদার। আমি রাজি। তুমি দেওয়ানেরে গিয়া বিয়ার ব্যবস্থা করতে কও।

দূত

আলহামদুলিল্লাহ।

(মিউজিকের সাথে দূত বেরিয়ে যায়— মামা ভীষণ চিন্তায় পায়চারি করে এবং বাড়িতে আসে। বাড়িতে সুনাই বসে মার মাথা দেখছে]

[সুনাই কইন্যার পালা ১ম পর্ব [ নাটক ] এস এম সোলায়মান]

মামা

শুন বইন। সুনাইর বিয়ার জন্য তো আর কম চেষ্টা করলাম না। ঐ যে কতায় কয় না-কপাল। যাই হোক এইবার সুনাইর জন্য একটা সম্বন্ধ ঠিক করছি। সাংঘাতিক নামি দামি লোক। দশ গেরামের মানষে তারে এক নামে চেনে। 

মা

কার কতা কও ভাইজান?

মামা

দেওয়ান ভাবনা।

সুনাই

কি? দেওয়ান ভাবনা? সেই লুচ্চা, গুন্ডা, বদমাইশ। ঘরে যার বারোখান বিবি। বিয়াস্থা বউয়েরাও যার ডরে গেরাম ছাইড়া পালায়, তারে করুম আমি বিয়া। 

মামা

এত তড়পাইসনা । মই মুরুব্বীর কথা শুনতে হয়।

সুনাই

অসম্ভব। আমারে গলা কাইটা গাংগে ভাসাইয়া দেও । সেও ভালো। তাও আমি ঐ রহম একটা ছ্যাছড়া বুড়া ভামের লগে বিয়া বইতে পারুম না। এইটা আমার শেষ কতা।

মামা

এইটা তোমার শেষ কতা?

সুনাই

মামা

তোমার মতামতটা কি কও দেহি বইন?

মা

না ভাইজান—এই বিয়াতে আমি রাজি না। 

মামা

মা-বেটিতে ভালই যুক্তি করছো। তা তোমার শেষ কতা কি এইডা?

মা

মামা

বেশ। এইবার আমার শেষ কতাড়া শুইনা রাখ। আটটা বছর ধইরা তুমি আর তোমার মাইয়ারে পাইলা পুইষা বড় করছি। বটগাছের ছায়া দিয়া তোমরারে আগলাইয়া রাখছি। এই শেষ বয়সে আমার কতাড়াও আমারে ভাবতে হইবো। আমার কথা একটাই—সুনাইর বিয়া যদি কোথাও অয় তাইলে সেইডা হইব দেওয়ান ভাবনার লগে, অন্য কারো লগে না।

[মামা দ্রুত বেরিয়ে যায়]

মা

ভাইজান ভাইজান। [ডাকতে ডাকতে মামার পিছনে চলে যায়।। মারে—এই তো জীবন। দুর্গত্যা জীবন এরেই বুঝি কয় মানুষ, মানুষের ভিতরে

সুনাই

মানুষ। একটা আরেকটারে আড়াল করে রাখে। মাইলের পর মাইল, বছরের পর গড়ায় বছর। তারপর আসল মানুষটার চেহারা খোলস থেইকা বাহির হইয়া পড়ে। এই জীবনের ভেদ বুঝলাম নারে মা, কিছুই বুঝলাম না-

গান

দুর্জন দুশমন মামা দুশমনি করিয়া

দেওয়ান ভাবনার কাছে দিব সুনাইর বিয়া। 

মাধবের পর লইয়া দূত ফের আসিল 

দূতেরে দেখিয়া কইন্যা চঞ্চল হইল।

[দূতের সাথে সুনাইর দেখা হবে]

দূত

এই নেন মাধবের চিডি । মাধবে কইছে আইজই এই চিডির উত্তর নিয়া হের কাছে পৌঁছাইয়া দিতে।

সুনাই

শোন । উত্তর দেওনের সময় নাই। তুমি গিয়া মাধবেরে কইবা মামায় দেওয়ান ভাব- নার লগে আমার বিয়ার কতা পাকা কইরা ফালাইছে। মাধবরে কইও এই জীবন থাকতে আমি দেওয়ান ভাবনার লগে বিয়া বমু না। কাইল সন্ধা বেলা আমি গাংগের পাড়ে থাকবাম । মাধব য্যান আইসা আমারে নিয়া যায়। দেরি কইরো না। এক্ষুণি গিয়া খবরটা পৌঁছাইয়া দেও ।

দূত

আপনি চিন্তা কইরেন না। আমি অহনই যাইতাছি।

[ সুনাই চলে যায়]

দূত

এহন আমি কি করি কনতো? এই খবর যদি আমি মাধবরে গিয়া কই তয় দেওয়ানের কাম সারা। আবার না কইলেও মাধবের লগে বেইমানি হইয়া যায় । কি করি অহন? আমি একটা সাচ্চা ঈমানদার। ঈমানদারের ঈমানই যদি না থাইকলো। তয় আমি উপরআলার কাছে কি জওয়াব দিমু? বুদ্ধি পাই কই?

বুদ্ধি-বৃদ্ধি—বুদ্ধি-

বুদ্ধি পাইছি—আমি মাধব কিংবা দেওয়ান কারো লগেই বেইমানি করুম না। খালি সময়ের লগে একটু এদিক আর একটু ওদিক। দেওয়ানেরে কমু সান্ধা বেলার কথা আর মাধবেরে কমু রাইত আটটার কথা।

 

এই দেশে এই বেশে ৪র্থ পর্ব
এই দেশে এই বেশে ৪র্থ পর্ব

 

আহারে কি বুদ্ধি আমার! (প্রস্থান )

গান

[কলসী কাঁখে সুনাই ঢোকে, গানের সাথে নাচবে ]

কালি যে দেইখাছি আমি অতি দুঃস্বপন 

জলের ঘাটে যাইতে কেন নাহি চাহে মন। 

বাঁও আঁখি ঝরে মোর ত্রাসে কাঁপে বুক 

আজি কেন ঘন ঘন শুকাইছে মুখ। 

শুকনা ডালেতে বসে কাউয়া করে রাও 

জলের ঘাটে যাইতে কেন নাহি চলে পাও 

জলের ঘাটে যাইতে মোরে করিছে বার। 

হাঁচি টিকটিকি আর যত অলক্ষণ।

সূত্রধর

সাত পাঁচ ভাবি কইন্যা যা থাকে কপালে 

খাইল্যা কলসী কইন্যা তুলিল কাকানে ।

বান্ধা আছে পানসি নাও কেওয়া বনের ধারে 

সুনাইর অপেক্ষায় আছে দেওয়ান ভাবনার চরে। 

[ দেওয়ানের চররা জোর করে সুনাইকে ধরে নৌকায় রওনা হয়। সুনাই গান গায়]

গান

কইওরে কইওরে পংখি কইও গিয়া মারে

আমারে লইয়া যায় দেওয়ান ভাবনার চরে।

কইওরে কইওরে পংখি দুশমন মামার ঠায় 

বাউড্রো পুরা জমি যেন সুখে বইসা খায়। 

সাক্ষী হইয়ো চান্দ সুরুজ দিবস রজনী।

বন্ধুর নাগাল পাইলে কইও দুঃখের কাহিনী। 

[মাধবের নৌকা অতিক্রম করছে। সুনাই এর গান শোনে]

 সাক্ষী হইয়ো নদী নালা আর পশু পাখি

অভাগী সুনাইরে দিল কাল বিধাতা ফাঁকি।

মাধব

কেবা যাওরে নদী দিয়া বাইয়া পানসি নাও 

কার ঘরের যুবতী নারী ধইরা লইয়া যাও। 

কিসের লাগি কান্দো কইন্যা পানসিতে বসিয়া

কাহার লাগি ঝরে পানি দুই চক্ষু বাহিয়া ।

সুনাই

মাধব, আমি সুনাই। দেওয়ান ভাবনার চরে আমারে ধইরা নিতাছে। আমারে বাঁচাও। মাধব–মাধব

[মাঝিমাল্লা নিয়ে মাধব দস্যুর নৌকা আক্রমণ করে। ভীষণ যুদ্ধ হয়। দস্যুদের হটিয়ে দেয়। সুনাইকে নিয়ে ওরা বেরিয়ে যায় ।।

 

সুনাই কইন্যার পালা ২য় পর্ব  [ নাটক ] এস এম সোলায়মান

 

সুনাই কইন্যার পালা নাটক –  ২য় পর্ব:

প্রযোজক দল : মহাকাল নাট্য সম্প্রদায় 

প্রদর্শনীর স্থান : মহিলা সমিতি মিলনায়তন, ঢাকা

কুশীলব

কোরাস দল :মৃণালকান্তি ধর, আব্দুল আজিজ, মামুনুর রশীদ জন, শংকর কুমার ধর, সৈয়দ লুৎফর রহমান, মোঃ শাহজালাল, স্বপন চৌধুরী, সাহিদ হোসেন ডলার, রূপা ও ঝুমকা

ছোট সুনাই : মৌসুমী ধর সোনামনি

মামা : আঃ সামাদ হাদী

মা : খন্দকার নাসিমা

সুনাই : নিঘাত সুলতানা প্রভা

মামী :  নীলা

ঘটক : স্বপন চৌধুরী

কালা জামাই : বরুণ সাহা

হিজড়া জামাই : সাইদ হাসান রাজা

মাধব : আব্দুল আজিজ

দূত : মীর জাহিদ হাসান

দেওয়ান ভাবনা : কবির আহমেদ

সরকার : মামুনুর রশীদ জন

গ্রামবাসী : শাখাওয়াৎ হোসেন মোহন

মাধবের বাবা : জয়নাল আবেদীন জয়

সঙ্গীত : নার্গিস মুর্শিদা নীরা, বেবী সিকদার, ফারুক আহমেদ সেন্টু, হাসান ইমাম দুলাল, নারুল, শামীম, মোরশেদ, আব্দুল মতিন ও শিবেষ কীৰ্ত্তনীয়া

ঢোল ও তবলা : নুরুল আলম চৌধুরী বাহাদুর

কলাকুশলী

নির্দেশনা : হুমায়ূন কবীর হিমু 

কোরিওগ্রাফি : মোকাম্মেল হোসেন রিপন

আলোক নিয়ন্ত্রণ : মুনীর হাসান 

মঞ্চ অধিকর্তা : কবির আহমেদ

সামগ্রিক ব্যবস্থাপনা : সাইফুল ইসলাম মাহমুদ

 

সুনাই কইন্যার পালা 1 e1681208027770 সুনাই কইন্যার পালা নাটক - এস এম সোলায়মান

 

সুনাই কইন্যার পালা ২য় পর্ব

[সুনাই ও মাধবের বিয়ে হচ্ছে]

গান

কিসের বাদ্য বাজে আজি নগরে নগরে 

আনন্দেতে সারা গ্রাম তোলপাড় করে । 

তুইলা আন বনের ফুল অঞ্চল ভরিয়া 

মাধবের সঙ্গে আজ সুনাইর বিয়া। 

পুরোবাসী নারী দেয় মঙ্গল জুকার 

বাসর সাজাইতে কেউ গাঁথে পুষ্প হার। 

জল ভরে পুরোনারী নদীর ঘাটে গিয়া 

সুনাইর সঙ্গে হইল মাধবের বিয়া।

[বিয়ের উৎসবের সব লোকজন চলে যায়। মঞ্চে শুধু মাধব ও সুনাই ]

[সুনাই কইন্যার পালা ২য় পর্ব  [ নাটক ] এস এম সোলায়মান]

মাধব

সুনাই ।

সুনাই

কও

মাধব

এই বিয়ায় তুমি খুশি হইছো? 

সুনাই

সারাজীবনের খোয়াব। শৈশব থেইকা যেইভাবে ভাবছি। ঐভাবেই হাতে হাতে পাইলাম। মাধব—

মাধব

কও।

সুনাই

এই সুখ আমরার আজীবন থাকবো তো?

মাধব

সুখের জন্যইতো ঘর বাঁধা কইন্যা। এত দুঃখ কিসের? আজীবন এক লগে তুমি আর আমি, আমি আর তুমি।

সুনাই

যদি কোন দিন—

মাধব

না সুনাই । এই সময় কোন অলুক্ষণে কথা কইতে নাই।

সুনাই

মাধব। আমার ভয় হয় ।

মাধব

কিসের ভয়?

সুনাই

সারাটা জীবন দুঃখের আগুনে জ্বলছি ৷ মাধব আমার ভয়, সুখেরে আমার ভয়।

মাধব

ভয় কি কইন্যা। এইতো আমি তোমার পাশে।

সুনাই

যদি আমি কোনোদিন না থাকি ।

মাধব

আমার কাছ থেকা কেউ তোমারে কাইড়া নিতে পারবো না। 

সুনাই

যদি মরণ কোনোদিন আমারে ছিনাইয়া নিয়া যায়?

মাধব

আমি জীবন হাতে নিয়া মরণের উপর মরণ কামড় দিমু।

সুনাই

মাধব ।

মাধব

আমারে বিশ্বাস করো কইন্যা। [ জনৈক গ্রামবাসীর দৌড়ে প্রবেশ]

 

সুনাই কইন্যার পালা 3 e1681208014142 সুনাই কইন্যার পালা নাটক - এস এম সোলায়মান

 

জনৈক

মাধব মাধব মাধব

মাধব

কি অইছে?

জনৈক

খবর খারাপ, মাধব।

মাধব

খারাপ খবর। কিসের?

জনৈক

তোমার বাপরে দেওয়ান ভাবনার লোকজন বাইন্ধা নিয়া গেছে।

মাধব

কি। এতবড় সাহস দেওয়ান ভাবনার। আমার বাপরে বাইন্ধা নিয়া যায়। যাও এক্ষুণি গিয়া নৌকা সাজাইতে কও। আমি অহনই আইতাছি।

[জনৈকের প্রস্থান]

সুনাই

মাধব। আমরার বিয়ার পরথম দিনেই এইডা কি কাম হইল মাধব?

মাধব

সময় নাই। আমি যাই ।

সুনাই

এইভাবে চইল্যা যাইবা। আমারে কিছু কইয়া যাইবা না? 

মাধব

কওনের কি আছে। সবইতো নিজের কানে শুনলা বিয়ার পরথম দিনেই যদি এমুন একটা অলক্ষণে ঘটনা ঘটে তয়-

[সুনাই কইন্যার পালা ২য় পর্ব  [ নাটক ] এস এম সোলায়মান]

সুনাই

মাধব। তুমি কি আমারে অপয়া কও? 

মাধব

অপয়া না অন্যকিছু সেইটা নিজের বুদ্ধি দিয়া বিচার কইরা নাও।

সুনাই

মাধব।

মাধব

অত প্যাচাল পাড়নের মত সময় আমার হাতে নাই। এর থিকা জরুরি আমার বাপেরে ছাড়াইয়া আনা বাপটা তো আমার, তোমার না। তুমি বুঝবা কেমনে?

[মাধবের দ্রুতগতিতে প্রস্থান, পিছনে পিছনে সুনাই-এর প্রস্থান।

গান

ছুটিল ছুটিল মাধব নৌকা সাজাইয়ারে 

দেওয়ানের শহরে মাধব গেল যে পৌঁছাইয়ারে

[দেওয়ান ভাবনা, দূত, মাধবের বাবা, রক্ষী মঞ্চে]

দেওয়ান

বাঘরা-

দূত

জ্বে।

দেওয়ান

কান টানলে যেন কি আসে?

দূত

মাথা আসে।

দেওয়ান

ক্যান, চুল আসে না?

দূত

হ আসে।

দেওয়ান

নাক আসে না?

দূত

আসে।

দেওয়ান

আসে না কি?

দূত

আসে আসে। কান টানলে বেবাক শরীরটাই আসে।

দেওয়ান

মাধবের বাপ হইল গিয়া কান দিলাম ধইরা টান। কিন্তু মাধব আসে না ক্যা? 

 

সুনাই কইন্যার পালা ২য় পর্ব
সুনাই কইন্যার পালা ২য় পর্ব

 

দূত

আসব আসব। সময় হইলে সকলে আইসা আপনার পায়ের উপর আছড়াইয়া পড়ব না?

দেওয়ান

মাধব আসলে পরে কে আসব?

দূত

কে আবার? সুন্দরী সুনাই কইন্যা

দেওয়ান

মাধবের বাপ, কিছু বুঝবার পারলা?

বাবা

না, আমি কিছু বুঝি না। বুঝবারও চাই না। 

দেওয়ান

না বুঝলে চলবো কেমনে? এহনতো একটু বোঝাপড়া কইরা নিতে হয় ।

বাবা

কিসের বোঝাপড়া?

দেওয়ান

বাঘরা-

দূত

জে

দেওয়ান

এই অবুঝ শিশুৱে কেমনে বোঝাই কিসের বোঝাপড়া

দূত

শিশু-শিশু। নিতান্তই শিশু। 

দেওয়ান

এই শিশু নাকি আবার জমিদার।

দূত

কিসের জমিদার। হেয় তো জায়গিরদার।

দেওয়ান

এত কম বুদ্ধি দিয়া জমিদারি চলে কেমনে মাধবের বাপ?

বাবা 

তা দিয়া তোমার কি কাম? কি কইবার চাও খুইল্যা কর।

দেওয়ান

তুমি মাধবের কি হও?

বাবা

বাপ।

দেওয়ান 

মাধব তোমার কি হয়?

বাবা

পুত।

দেওয়ান

অহন ৰাপ যে আটকা পড়ল দেওয়ান ভাবনার ফান্দে – পোলায় আইবো না বাপেরে ছাড়াইতে?

[সুনাই কইন্যার পালা ২য় পর্ব  [ নাটক ] এস এম সোলায়মান]

বাবা

আমার পোলায় অত বোকা না।

দেওয়ান

কি যে নাবালকের মত কথা কও মাধবের বাপ। আরে পিতৃশোক বইলা একটা কথা আছে না? সেই পিতৃশোকে পাগল হইয়া মাধব আইসা ধরা দিব দেওয়ান ভাবনার ফান্দে। তারপর স্বামী শোক-স্বামী শোকে উন্মাদিনী সুনাই কইন্যা আইসা ধরা দিব— 

দূত

দেওয়ান ভাবনার ফান্দে।

দেওয়ান

বাঘরা-

দূত

জ্বে।

দেওয়ান

এইডাকে ফান্দ বল ক্যান?

দূত

কি বলবো?

দেওয়ান

প্রেম, বল প্রেম । আমি কি সুনাই কইন্যারে ভালোবাসি না?

 

সুনাই কইন্যার পালা ২য় পর্ব
সুনাই কইন্যার পালা ২য় পর্ব

 

দূত

বাসেন।

দেওয়ান

সুনাইর জন্য দিন রাইত আমার মনডা কি আকুলি বিকুলি করে না? 

দূত

করে।

দেওয়ান

 সুনাই আইসা ধরা দিবো দেওয়ান ভাবনার ফান্দে না। এই মোচড় খাওয়া বক্ষে।

[মাধবের আগমন]

মাধব

দেওয়ান।

দেওয়ান

কি কইছিলাম না—কান টানলেই মাথা আসে। মাথার সাথে চুল। ঐ যে মাথা তোমার বংশের শেষ প্রদীপ মাধব।

[সুনাই কইন্যার পালা ২য় পর্ব  [ নাটক ] এস এম সোলায়মান]

মাধব

দেওয়ান। আমি আমার বাপরে ছাড়াইতে আইছি। 

দেওয়ান

তাই নাকি? আমরা অহন মহাধুমধামে মাধবের বাপরে বিদায় দিমু

মাধব

দেওয়ান, ঐ সব প্যাচাল বাদ দিয়া কও, ক্যান আমার বাপেরে বাইন্ধা আনছো? 

দেওয়ান

আনছি এইজন্য যাতে তুমি তোমার বাপরে ছাড়াইতে আমার কাছে ছুইটা আস। বেশ, ছাড় এইবার আমার বাপরে।

মাধব

বেশ দিলাম ছাইড়া। ঐ মাধবের বাপের বান্ধনটা খুইলা দে।

[ বাধন খুলে দেয়]

দেওয়ান

যাও যাও মাধবের বাপ তুমি এখন মুক্ত। 

বাবা

না-না। আমি যামু না। দেওয়ান, মাধব আমার বংশের একমাত্র প্রদীপ। আইজ যদি মাধবের কিছু হয়- তাইলে আমার বংশে বাতি দেওনের কেউ থাকবো না। 

মাধব

আমার জন্য তুমি কোনো চিন্তা কইরো না বাজান। তুমি নিশ্চিন্তে বাড়ি যাও। 

দেওয়ান

হ। মাধবের বাপ। মাধবের কোনো ভয় নাই। তুমি নিশ্চিন্তে বাড়ি যাও। মাধবের সব দায়-দায়িত্ব আমার। 

বাবা

দেওয়ান, মাধবরে আটকাইয়া তোমার কি লাভ? কি চাই তোমার? সোনা দানা?

দেওয়ান

না-

বাবা

টাকা-পয়সা?

দেওয়ান

না-

বাবা

রাজ্য?

দেওয়ান

না- তাও না।

বাবা

তাইলে কি চাই তোমার?

দেওয়ান

বাঘরা- কি যেন চাই আমি-

দূত

ত কি আবার । সুন্দরী সুনাই কইন্যা

মাধব

 মইরা গেলেও তুই কোনোদিন সুনাইরে পাবি না।

 

google news logo

 

দেওয়ান

 তুমি থেইকা তুই সম্বোধন। আমাগো সুনাইর জামাই রাগ করছে—অথচ সুনাই আমার ।

মাধব

এই জীবন থাকতে না।

দেওয়ান

 কান টানলে মাথা আসে। মাথার সাথে চুল। যাও মাধবের বাপ তুমি এখন মুক্ত। যতদিন সুনাই মাধবরে ছাড়াইতে না আসে ততদিন মাধব আমার হাতে বন্দি।

[সুনাই কইন্যার পালা ২য় পর্ব  [ নাটক ] এস এম সোলায়মান]

মাধব

তারপরেও না

দেওয়ান

প্রতিদিন ১০০ কইরা বেতের বাড়ি।

মাধব

তাই সই।

দেওয়ান

দিনে দুইবার কইরা আগুনের ছ্যাকা ।

মাধব

তারপরেও না।

বাবা

না-

দেওয়ান

দশবার কইরা।

বাবা

না- মাধব না।

দেওয়ান

বিশবার।

বাবা

না, দেওয়ান না। ঠিক আছে তাই সই। আমি তোমার শর্তে রাজি। আমি আমার রাজ্যে গেলাম। 

[বাবা বেরিয়ে যায় । দেওয়ান, দূত, মাধব ও প্রহরী ভেতরে চলে যায়।]

[ সুনাই একা মঞ্চে বসে আছে]

গান

রাইত যায় দিন যায় ফিরিয়া না আসে হায় 

সুনাই বইয়া রইছে তাহার পন্থের তালাশে হায় ।

[মাধবের বাবা প্রবেশ করে। সুনাই ছুটে গিয়ে জিজ্ঞেস করে]

সুনাই

বাজান। আপনে? মাধব? মাধব কই?

বাবা 

মাধব আইছে না।

সুনাই

আইছে না মানে?

বাবা 

বৌমা । মাধব আমার বংশের একমাত্র পুত। আইজ যদি মাধবের কিছু হয়, তাইলে আমার বংশে বাতি দেওনের কেউ থাকতো না।

সুনাই

ক্যান কি অইছে মাধবের?

বাবা

তুমি । তোমার লাইগ্যা আজ আমার সংসারে এত অশান্তি। কোন কুক্ষণে যে মাধব তোমারে বিয়া করতে গেছিল। তোমার লাইগ্যা আমি দেওয়ান ভাবনার রোষানলে পড়লাম। তোমার লাইগ্যা আইজ আমার মাধব দেওয়ানের হাতে বন্দি।

সুনাই

আমার লাইগ্যা?

বাবা

নয়তো কি আমার জন্য। যাউক সেইসব কতা। তোমার কাছে আমি মাধবের প্রাণভিক্ষা চাই ।

সুনাই

মাধবের প্রাণ ভিক্ষা? আমার কাছে?

বাবা

হ। তোমার কাছে। একমাত্র তুমিই পার আমার মাধবরে বাঁচাইতে।

সুনাই

কি করতে কন আমারে?

বাবা

মাধব অহন বন্দি । দেওয়ান ভাবনা আমারে শর্ত দিছে। যদি তুমি গিয়া হের হাতে ধরা দেও । তাইলে হে আমার মাধবরে ছাইড়া দিবো।

[সুনাই কইন্যার পালা ২য় পর্ব  [ নাটক ] এস এম সোলায়মান]

সুনাই

বাজান, আপনি আমারে কন দেওয়ান ভাবনার আতে ধরা দিতে? আমি না আপনার পুতের বউ। 

বাবা

পুতই যদি না বাঁচলো, তয় বউ দিয়া কি কাম কও?

সুনাই

হ। ঠিকই তো। এক বউ গেলে তো আর এক বউ আইবো। পুত গেলে তো আর পুত আইবো না। তাই না বাজান?

বাবা

মাধব আমার বংশের শেষ প্রদীপ। আমার পুতটারে বাঁচাও মা। আমি তোমারে মন খুইল্যা দোয়া করুম।

সুনাই

ঠিক আছে বাজান। আমি কথা দিলাম। আপনার পুতেরে আমি বাঁচাইয়া দিমু। আপনি খালি আমার লাইগ্যা মন খুইল্যা দোয়া করবেন। আপনের বংশের প্রদীপ যখন ফিইরা আইসা হ্যাজাক হইয়া জ্বলবো, আর সেই হ্যাজাকের আলোয় আপনেরা খলখল কইরা হাসবেন, গাইবেন পুতের রিয়ার বাইদ্যে সাত গিরাম রোশনাই কইরা রাখবেন—তখন শুধু এই অভাগীর জন্য একটু মন খুইল্যা দোয়া করবেন।

আর ঐ দিকে অন্ধকারের গভীরে একটা বর্বর বদমাইশের নখের আচড়ে যখন ছিন্ন-ভিন্ন অইতে থাকবো আমার এই শরীর, সম্ভ্রম, জীবন-যৌবন, তখনো আমার জন্য একটু মন খুইল্যা দোয়া কইরেন বাজান— যখন আজীবন সুন্দর স্বপ্নে বিভোর এক যুবতীর চৌখের সামনে ভাসতে থাকবো মরা লাশের বহর, তখন একটু দোয়া করবেন। আমার জন্য একটু মন খুইল্যা দোয়া করবেন।

[মাধবের বাবার প্রস্থান ]

গান

এই না বলিয়া সুনাইর চক্ষে আসে পানি। 

আউল কেশ বাইন্ধা কইন্যা মুছে চৌখের পানি।

ভাওয়ালিয়া সাজাইতে কইল আপন শ্বশুরে 

পতি উদ্ধারিতে কইন্যা যায় ভাবনার ঘরে

সঙ্গে লইল বিষের নাড়ু কটরায় ভরিয়া

দেওয়ান ভাবনার ঘরে কইন্যা দাখিল হইল গিয়া । 

[দেওয়ান ভাবনার বারো বাংলা। দেওয়ান বসে আছে। দূত পায়চারী করছে]

দেওয়ান

দেহ দেহ সুনাই আসে কিনা—

[দূত দেখছে।]

দেওয়ান 

বাঘরা, ভাগ্য সংসারের হিসাবের নিয়মটা কি উল্টাইয়া যাইতাছে?

দূত

হঠাৎ কইরা আবার এই কতা ক্যান?

দেওয়ান

এতদিন জানতাম কান টানলেই মাথা আসে। মাথার সাথে চুল। কিন্তু এত দিন ধইরা যে মাথাটা আমার কাছে পইড়া রইছে, চুলের খবর নাই ক্যান? মাথার লাইগ্যা কি চুলের একটুও মন কান্দে না?

দূত

কান্দে, কান্দে।

দেওয়ান

তাইলে আসে না ক্যান?

দূত

সময় অইলেই আইবো।

দেওয়ান

কিন্তু, সময় অইতে অইতে যদি মাথার মগজটা শুকাইয়া যায়, তাইলে চুল বাঁচবো ক্যামন কইরা?

[সুনাই কইন্যার পালা ২য় পর্ব  [ নাটক ] এস এম সোলায়মান]

দূত

ক্যান আপনার মাথার তরতাজা মগজ দিয়া। 

দেওয়ান

কিন্তু ততদিনে যদি আমার তরজাতা মগজও শুকাইয়া যায় তাইলে সুনাইরে দিয়া আমার কি কাম?

দূত

একটু ধৈর্য ধরেন। দেহি আসে কি না।

 

সুনাই কইন্যার পালা ২য় পর্ব
সুনাই কইন্যার পালা ২য় পর্ব

 

দেওয়ান

বাঘরা-

দূত

জ্বে।

দেওয়ান

আমার মন কয় ধৈর্য ধরলেও সুনাই আর আইতো না। 

দূত

আইবো আইবো । খসমের প্রতি দরদ আছে না। 

দেওয়ান

খসম। মানুষের জীবনের সবচেয়ে প্রিয় জিনিসটা কি জান?

দূত

না।

দেওয়ান

তার নিজের জীবন। সুনাইর জীবনের দাম সুনাইর কাছে অনেক দামী। কাজেই সুনাই আর আইতো না।

[দেওয়ান কান্দে]

দূত

দূর। খালি পোলাপানের মত কান্দে। দেহি আসে কিনা ।

[সুনাই-এর প্রবেশ]

সুনাই

দেওয়ান আমি আইছি। আমার শ্বশুরের একমাত্র বংশ প্রদীপ আমার পরাণের সোয়ামিরে তোমার কাছ থিকা ছাড়াইতে আইছি। তুমি কথা দিছ। আমি তোমার কাছে ধরা দিলে তুমি মাধবরে ছাইড়া দিবা ।

দেওয়ান

 আহারে । আমার কতদিনের খোয়াব । একটা নির্জন্যা ঘরে খালি তুমি আর আমি। এ্যা? কি কও? চিন্তা কইরো না। আমি এক্ষুণি গিয়া তারে ছাইড়া দিতাছি।

[প্রস্থানোদ্যত ]

[সুনাই কইন্যার পালা ২য় পর্ব  [ নাটক ] এস এম সোলায়মান]

সুনাই

খাড়াও। আমার একটা শর্ত আছে।

দেওয়ান

একটা শর্ত কি?

সুনাই 

আমি যে মাধবরে ছাড়াইতে আইছি তোমার কাছে, সেইটা কোনোদিন তারে কইতে পারবা না।

দেওয়ান 

এইটা কি কও? যার দয়ায় তার জীবন বাঁচবো তার নামটাও সে জানবো না?

সুনাই 

না জানবো না। এই জীবন থাকতে না।

দেওয়ান

 ঠিক আছে। ঠিক আছে।

[ সকলের প্রস্থান]

গান

বন্দি থানায় বন্দি মাধব বুকেতে পাথর 

হাতে পায়ে আছে তার লোহার শিকলরে

মুক্তি পাইয়া মাধব আবার যায় নিজদেশে 

সুনাইর কি দশা হইল শোন অবশেষে । 

নিশি রাইত মেঘে আন্ধা আসমানে নাই তারা 

বারো বাংলার ঘরে সুনাই, চৌদিকে পাহারা। 

আসমান কালা জমিন কালা কাল নিশাযামিনী 

বিষের কটরা খুইলা কইন্যা জনম দুখিনি ।

শিশুকালে বাবা মইল এতেক নাইরে মনে 

সেইতো দুঃখের কথা হায়রে পড়িল আইজ মনে।

সুনাই

আমার শ্বশুরের বংশের প্রদীপ মাধব এখন প্রদীপ হাতে বাড়ির পন্থে। গাংগের ধারে হাজার হাজার মানুষ। যুদ্ধ জয় কইরা ঘরে ফিরছে সোনার ছাওয়াল। হাঃ শেষ প্রদীপ, ঐ তো, ঐ তো সেই প্রদীপের আলো আগুনের শিখা হইয়া কেবলই বাড়ে। বাড়তে বাড়তে একেবারে লেলিহান শিখা। কি সুন্দর এইখান থেইকা দেখা যায় আগুনের রোশনাই।

মাঠে মাঠে সোনালি ধান, শীতের পিঠা, মুড়ি, ধানের খই। ঐ আসমান জমিন সরিষার ক্ষেতে ক্ষেতে প্রদীপের শিখার নিড়ানী। অন্যদিকে একটা নিষ্পাপ শরীর, সুন্দর জীবনের স্বপ্ন। একটা গোটা মানবজীবন সেই আগুনে জ্বলে, কেবলই জ্বলে। বাতাসে বাতাসে পোড়া লাশের গন্ধ—স্বপ্ন, জীবন, যৌবন, সব—সব এখন পোড়া লাশ । [সুনাই বিষ পানের কটরা খুলে বিষ পান করে।

 

সুনাই কইন্যার পালা ২য় পর্ব
সুনাই কইন্যার পালা ২য় পর্ব

 

সুনাই

আহ্ । নীল আকাশ, নীল সমুদ্দুর, নীল এই শরীর আর আমার নীল নীল স্বপ্নেরা । থাক তোমরা এই অন্ধকারে। খবরদার বাইরের পাপ যেন কখনো তোমাদের আস না করে। দশ গিরামের আলোকিত ঐ প্রদীপেরা য্যান কোনোদিন এই অন্ধকারে প্রবেশ না করে।

[মৃত্যুর কোলে ঢলে পড়ে সুনাই]

সূত্রধর

বিয়ের প্রথম দিনেই দেওয়ানের হাতে বন্দি সুনাইর শ্বশুর। কি অনুক্ষণে কথা! অপয়া, সুনাই কইন্যা অপয়া। বিয়ে তো সেদিন শুধু সুনাইর একার ছিল না, মাধবেরও তো ছিল। তাহলে সুনাই একা অপয়া হবে কেন? বলতে পারেন মাধব অপয়া নয় ক্যান? মাধব অপয়া হতে পারে না। কারণ মাধব পুরুষ। অপয়া সুনাই কইন্যা, যেহেতু সুনাই পুরুষ নয়। 

গান

নিশী রাইতে দেওয়ান ভাবনা

আইলো বাংলা ঘরে, 

আইসা দেখে পইড়া সুনাই 

পালংকের উপরে।

বিষেতে অবশ অঙ্গ

বদন হইল কালা, 

অঙ্গেতে হইয়াছে কইন্যার 

গরলের জ্বালা।

দুর্জন ও দুশমন ভাবনার 

আশা না পুড়িলরে।

বংশের প্রদীপ বাঁচাইতে সুনাই

পরানে মরিল ।

 

আরও দেখুনঃ

Leave a Comment