ইন্দ্রাণী হালদারের জন্ম কলকাতায়। আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে হায়ার সেকেন্ডারি এবং যোগমায়া দেবী কলেজ থেকে স্নাতক হন। নাচ শিখেছেন থাঙ্কমণি কুট্টির কাছে।
ইন্দ্রাণী হালদার । বাংলা চলচ্চিত্রের অভিধান
ইন্দ্রাণী হালদারের প্রথম চলচ্চিত্রাভিনয় সুজিত গুহ পরিচালিত মন্দিরা (১৯৯০), এই ছবিতে তিনি প্রসেনজিতের
বিপরীতে নায়িকার ভূমিকায় অভিনয় করেন। প্রধানত বাংলা বাণিজ্যিক ছবির নায়িকা ইন্দ্রাণী তাঁর অভিনয়ের জন্য দর্শকদের পাশাপাশি চলচ্চিত্র সমালোচকদেরও প্রশংসা অর্জন করেছেন।
ইন্দ্রানী অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র হল গৌরী (চরাচর, ১৯৯৫); মালতী (লাল দরজা, ১৯৯৭); ঝিনুক (দহন, ১৯৯৮); অনন্যা (অনু, ১৯৯৯); রীমা (দেখা, ২০০১); চন্দ্রমুখী (দেবদাস, ২০০১); টুকুন (সাঁঝবাতির রূপকথারা, ২০০২); মধুরা (অংশুমানের ছবি, ২০০১) ইত্যাদি।
এখনও পর্যন্ত প্রায় সত্তরটি ছবির অভিনেত্রী ইন্দ্রাণী বাণিজ্যিক ছবির পাশাপাশি অন্য ধারার ছবিতেও সমান স্বচ্ছন্দ। যে সব পরিচালকের সাথে কাজ করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হলেন প্রভাত রায়, সুজিত গুহ, বুদ্ধদেব দাশগুপ্ত, গৌতম ঘোষ, ঋতুপর্ণ ঘোষ, শক্তি সামন্ত, অঞ্জন দাস প্রভৃতি। বাংলা ছবির পাশাপাশি দুরদর্শন ধারাবাহিক, টেলিফিল্ম ইত্যাদিতে অভিনয় করেছেন। দূরদর্শন চিত্রে তিনকড়ি দাসীর ভূমিকায় তাঁর অভিনয় প্রশংসিত হয়েছিল।
১৯৯৭ সালে ঋতুপর্ণ ঘোষ পরিচালিত দহন ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় সম্মান লাভ করেন। বাংলা ছাড়াও হিন্দী ছবি ও ধারাবাহিকেও অভিনয় করেন।

চলচ্চিত্রপঞ্জি —
- ১৯৯০ : মন্দিরা, আবিষ্কার, দেবতা,
- ১৯৯১ দেবর, নীলিমায় নীল;
- ১৯৯২ : শ্বেত পাথরের থালা;
- ১৯৯৩ : দান প্রতিদান, কাঁচের পৃথিবী, সোনম রাজা, তপস্যা;
- ১৯৯৪ : বিদ্রোহিনী;
- ১৯৯৫ : চরাচর, প্রেম সংঘাত, অন্তরতম, জীবন যোদ্ধা, রঙীন বসন্ত:
- ১৯৯৬ : বনফুল, জামাইবাবু, জয় বিজয়, বিয়ের ফুল;
- ১৯৯৭ : মহাবীর কৃষ্ণ, ভালোবাসা, সপ্তমী, বিদ্রোহ, লাল দরজা, একালের কালপুরুষ;
- ১৯৯৮ : আত্মজা, বিষ্ণুনারায়ণ, চৌধুরী পরিবার, দহন, ঘরের লক্ষ্মী, নয়নের আলো, সাগর বন্যা, সৈকত সংগীত:
- ১৯৯৯: দাদা ভাই, চাওয়া পাওয়া, অনু, সত্যম শিবম সুন্দরম, ছেলেবেলা, বরকনে
- ২০০০ : আপন হল পর, চক্রব্যূহ, দায়বদ্ধ;
- ২০০১: বুক ভরা ভালবাসা, দেখা, দেবদাস, শেষ আশ্রয়, সুয়োরাণী। দুয়োরাণী;
- ২০০২: ফেরারী ফৌজ, সাঁঝবাতির রূপকথারা;
- ২০০৪ : শেষ আশ্রয়, আততায়ী;
- ২০০৭: এক মুঠো ছবি, যারা বৃষ্টিতে ভিজেছিল, বনভূমি, রাতপরীর রূপকথা, রাতভোর;
- ২০০৮ : ফালতু, ক্রান্তি, নীল রাজার দেশে;
- ২০০৯: অংশুমানের ছবি, জীনা:
- ২০১০ : ঠিকানা রাজপথ, অন্তরবাস।
আরও দেখুনঃ