জ্ঞানেশ মুখোপাধ্যায়

জ্ঞানেশ মুখোপাধ্যায় এর জন্ম কলকাতায়। প্রথাগত শিক্ষা ম্যাট্রিকুলেশন পর্যন্ত। ১৯৫০ সালে বাড়ির অমতেই ভারতীয় গণনাট্য সংঘে যোগ দেন এবং নাট্য অভিনেতা হিসাবে কর্মজীবন শুরু করেন।

জ্ঞানেশ মুখোপাধ্যায়

জ্ঞানেশ মুখোপাধ্যায় । বাংলা চলচ্চিত্রের অভিধান 

প্রথম চলচ্চিত্রে অভিনয় সুধীর মুখোপাধ্যায় পরিচালিত পাশের বাড়ী (১৯৫২) ছবিতে। সমগ্র চলচ্চিত্র জীবনে ১১২টি ছবিতে অভিনয়ের পাশাপাশি তিনটি ছবি পরিচালনা করেছেন। সত্যজিৎ রায়, মৃণাল সেন, দেবকী বসু, ঋত্বিক ঘটক, রাজেন তরফদার, তরুণ মজুমদার সহ বহু পরিচালকের সাথে কাজ করেছেন।

 

জ্ঞানেশ মুখোপাধ্যায় । বাংলা চলচ্চিত্রের অভিধান 

 

অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র পাঁচু মালো (গঙ্গা, ১৯৬০); প্রিয়নাথ (বাইশে শ্রাবণ, ১৯৬০) উপেন (অর্ঘ্য, ১৯৬১) জোশেফ (অভিযান, ১৯৬২); ফণীবাবু (আকাশ কুসুম, ১৯৬৫) ওস্তাদ (তেরো নদীর পারে, ১৯৬৯); সার্কাসের ম্যানেজার (দামু, ১৯৯৭); বাড়ির কাজের লোক (আলো, ২০০৩) ইত্যাদি।

সুখেন দাসের সাথে যুগ্ম ভাবে অচেনা অতিথি (১৯৭২), একক দায়িত্বে স্বীকারোক্তি (১৯৭৬) এবং বনশ্রী (১৯৮৩) ছবিগুলি পরিচালনা করেছেন। চিত্র পরিচালক হিসাবে তাঁর কাজ সেভাবে প্রশংসিত না হলেও নাট্য নির্দেশক হিসাবে তাঁর কাজ প্রশংসিত হয়েছিল। দশটিরও বেশি নাটক রচনার পাশাপাশি তিরিশটিরও বেশি নাটক পরিচালনা করেছেন। পেশাদার মঞ্চ, বেতার নাটক, যাত্রা, দূরদর্শন ধারাবাহিকেও অভিনয় করেছেন।

 

Google News জ্ঞানেশ মুখোপাধ্যায়
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

 

চলচ্চিত্রপঞ্জি:

  • ১৯৫২ পাশের বাড়ী;
  • ১৯৫৪ আজ সন্ধ্যায়:
  • ১৯৫৫ শাপমোচন –
  • ১৯৫৮ অযান্ত্রিক:
  • ১৯৫৯ বাড়ী থেকে পালিয়ে;
  • ১৯৬০ মেঘে ঢাকা তারা, উত্তর মেঘ, বাইশে শ্রাবণ, গঙ্গা,
  • ১৯৬১ অর্থ, মেঘ, আজ কাল পরশু,
  • ১৯৬২ অগ্নিশিখা, কাজল, বেনারসী, অভিযান, কুমারী মন:
  • ১৯৬৩ পলাতকা, দুই নারী, ছায়াসূর্য,
  • ১৯৬৪ সপ্তর্ষি, বিভাস:
  • ১৯৬৫ আকাশ কুসুম, প্রথম প্রেম:
  • ১৯৬৬ সুশান্ত সা, অশ্রু দিয়ে লেখা।
  • ১৯৬৭ খেয়া
  • ১৯৬৮ ছোট্ট জিজ্ঞাসা, রক্তলেখা,
  • ১৯৬৯ তেরো নদীর পারে:
  • ১৯৭০ শান্তি, এই করেছো ভালো, নল দময়ন্তী:
  • ১৯৭১ এখানে পিঞ্জর, সোনা বৌদি, নিমন্ত্রণ, নিশাচর, অন্য মাটি অন্য রং,
  • ১৯৭২ মা ও মাটি, আজকের নায়ক, অর্চনা, বহুরূপী:
  • ১৯৭৫ নতুন সূর্য, প্রিয় বান্ধবী,
  • ১৯৭৬ ছুটির ঘণ্টা, স্বীকারোক্তি,
  • ১৯৭৭ প্রাণের ঠাকুর রামকৃষ্ণ, যুক্তি তকো আর গঙ্গো, হাতে বইল তিন:
  • ১৯৭৮ রজনী, টুসি, করুণাময়ী, মা ছিন্নমস্তা, বেঞ্জার সাহেব, বালক শরৎচন্দ্র,
  • ১৯৭৯ যত মত তত পথ, অরুণ বরুণ কিরণমালা, সমাধান, পম্পা,
  • ১৯৮০ সন্ধি, অভি, রাজাসাহেব:
  • ১৯৮১ সৎমা, খনাবরাহ, মা বিপদতারিণী চণ্ডী, প্রতিশোধ, স্বামী স্ত্রী:
  • ১৯৮২ মেঘের পরে মেঘ, সমর্পণ, ছুটি;
  • ১৯৮৩ বনশ্রী, মুক্তির দিন,
  • ১৯৮৪ রাজেশ্বরী, বাগদী পাড়া দিয়ে
  • ১৯৮৫ অজান্তে,
  • ১৯৮৬ পরিণতি, বসুন্ধরা,
  • ১৯৮৭ তানিয়া, দোলনচাপা,
  • ১৯৮৮ আঘাত, পুনর্মিলন,
  • ১৯৮৯ শত্রুপক্ষ, জজসাহেব,
  • ১৯৯০ ব্যবধান, একটি জীবন, সংক্রান্তি, স্বর্ণা, শেষ আঘাত,
  • ১৯৯২ অধিকার,
  • ১৯৯৩ প্রেমপূজা, ঈশ্বর পরমেশ্বর,
  • ১৯৯৪ গজমুক্তা,
  • ১৯৯৫ বৌমণি, দাগী,
  • ১৯৯৬ মিস মৈত্রেয়ী:
  • ১৯৯৭ অভিশপ্ত প্রেম, দামু, প্রতিরোধ, তারিণী তারা মা,
  • ১৯৯৮ মায়ের অধিকার, মানুষের জন্য;
  • ১৯৯৯ নিয়তি
  • ২০০১ দুর্গা, জয় বাবা লোকনাথ;
  • ২০০৩ দেবীপূজা, আলো।

 

আরও দেখুনঃ

 

Leave a Comment