নাদিয়া আফরিন মিম

নাদিয়া আফরিন মিম বাংলাদেশের একজন মডেল ও অভিনেত্রী। তিনি ২০১৪ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার সৌন্দর্য প্রতিযোগিতায় জয়লাভ করেছিলেন।তখন থেকে তিনি অভিনয় শুরু করেন। অল্প সময়েই পান দর্শকপ্রিয়তা। বর্তমানে ছোট পর্দার অন্যতম ব্যস্ততম অভিনেত্রী তিনি।তিনি বাংলাদেশের বিভিন্ন নাটকে কাজ করেছেন। নাদিয়া আফরিন মিম, আয়নাবাজি অরিজিনাল সিরিজ (২০১৭) এবং “ব্যাচেলর পয়েন্ট (২০১৭)” এর জন্য পরিচিত, একজন অভিনেত্রী।
নাদিয়া আফরিন মিম । বাংলাদেশের মডেল ও অভিনেত্রী

প্রাথমিক জীবন

নাদিয়া আফরিন ১৯৯৬ সালের ১২ ফেব্রুয়ারী বাংলাদেশের ময়মনসিংহে একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম শেখ গোলাম নবী এবং  তার মায়ের নাম মিসেস শাহানা আফরোজ। তার বাবা একজন উদ্যোক্তা এবং তার মা একজন গৃহিণী। তিনি উচ্চমাধ্যমিকে বিজ্ঞান বিভাগ থেকে কৃতকার্য হয়ে পরবর্তিতে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে স্নাতক (সম্মান) করেন।

ব্যক্তিগত জীবন

২০১৬ সালের ২৮ এপ্রিল বহুজাতিক কোম্পানির কর্মকর্তা সাফায়াত আলী চয়নের সঙ্গে বিয়ে হয় নাদিয়া মিমের। কিন্তু পারস্পরিক মতভেদের কারণে ২০১৮ সালের মে মাসের শেষদিকে এই দম্পতির মাঝে বিচ্ছেদ ঘটে।
নাদিয়া আফরিন মিম । বাংলাদেশের মডেল ও অভিনেত্রী

কর্মজীবন

নাদিয়া আফরিন মিম দুষ্টু ছেলের দল, রুম নাম্বার ১৩, মানুষ হতে সাবধান সহ বিভিন্ন টেলিভিশন নাটকে অভিনয় করে সকলের নজরে আসেন। ফলস্বরূপ তিনি আরও নাটক এবং বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানে অভিনয়ের সুযোগ লাভ করেন। এছাড়াও তিনি ব্যাপকভাবে প্রশংসিত টেলিভিশন নাটক এক্স ফ্যাক্টর রিলোডেড-এ অভিনয় করেছেন। নাদিয়া আফরিন বাংলাদেশের নতুন চকচকে গ্ল্যামার।`লাইফ ইজ বিউটিফুল` শীর্ষক টেলিছবিতে চিত্রনায়ক রিয়াজের নায়িকা হিসেবে অভিনয় করেছেন তিনি।

বিজ্ঞাপন

নাদিয়া আফরিন বোম্বে সুইটসের জুসি, প্রাণ মি. নুডলস, সেফলি টি সহ বেশ কয়েকটি টেলিভিশন বিজ্ঞাপনেও কাজ করেছেন।
নাদিয়া আফরিন মিম

অভিনীত নাটকসমূহ

নাদিয়া আফরিন মিমের অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলো হলঃ

  • অসম্পূর্ণ তালিকা
  • মানুষ হতে সাবধান
  • দুষ্টু ছেলের দল
  • লাইফ ইজ বিউটিফুল
  • ব্যাচেলর পয়েন্ট (মরশুম ১)
  • উইন্ড অব চেঞ্জ
  • আধুনিক ছেলে
  • সুদ্ধ মোখলেছ
  • বিয়ে বিড়ম্বনা
  • সুপার গার্লস
  • মেঘের পর মেঘ জমেছে
  • ছন্নছাড়া
  • বিদেশি পাড়া

 

আরও দেখুনঃ

Leave a Comment